Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » হোমসে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার যৌথ নিন্দা জানাল সিরিয়া, ইরান ও রাশিয়া





  
  
  হোমসে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার যৌথ নিন্দা জানাল সিরিয়া, ইরান ও রাশিয়া

সিরিয়ার হোমস প্রদেশের বিমান ঘাঁটিতে সাম্প্রতিক মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে আবারো নিন্দা জানিয়েছে ইরান, রাশিয়া এবং সিরিয়া। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মোয়াল্লেম, ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মস্কোতে আজ (শুক্রবার) এক যৌথ বিবৃতিতে মার্কিন হামলার নিন্দা জানান।

যৌথ বিবৃতিতে তারা বলেন, হোমস প্রদেশের আশ-শাইরাত বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার অজুহাত সৃষ্টি করতেই সন্ত্রাসীদের নিয়ন্ত্রিত শহরে রাসায়নিক হামলা চালানোর অভিযোগ আনা হয়েছে। সিরিয়ার ইদলিব প্রদেশের খান শেইখুনে চালানো সন্দেহজনক রাসায়নিক হামলার নিরপেক্ষ তদন্তেরও আহ্বান জানান তারা।

সিরিয়া জাতির বিরুদ্ধে ওয়াশিংটনের শত্রুতামূলক নীতির নিন্দা জানিয়ে মোয়াল্লেম বলেন, সিরিয়ার ইদলিব প্রদেশের খান শেইখুন শহরে বর্বরোচিত রাসায়নিক হামলার সঠিক কারণ অনুসন্ধানে 'নিরপেক্ষ ও দ্রুত' তদন্ত চায় দামেস্ক।  

এ প্রসঙ্গে ল্যভরভ বলেন, এরই মধ্যে আমরা আমাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছি এবং আবারো ঐক্যবদ্ধভাবে ঘোষণা করছি যে, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের নীতিমালার বিরোধী এ হামলা সিরিয়ার বিরুদ্ধে আগ্রাসন ছাড়া আর কিছুই নয়।

তিনি বলেন, সিরিয়ার সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি যথাযথ সম্মান দেখানোর জন্য আমরা আমেরিকা এবং তার মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আমরা এও প্রত্যাশা করছি যে, ওয়াশিংটন সিরিয়ায় হামলার পুনরাবৃত্তি ঘটাবে না। এ ধরনের হামলা আঞ্চলিক এবং আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে।#
  






«
Next
Newer Post
»
Previous
Older Post