Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » জেল থেকে বাঁচতে মোটা অঙ্কের জরিমানা দিতে হচ্ছে ডি মারিয়া রিয়াল মাদ্রিদের সাবেক তারকাকে





 জেল থেকে বাঁচতে মোটা অঙ্কের জরিমানা দিতে হচ্ছে ডি মারিয়া রিয়াল মাদ্রিদের সাবেক তারকাকে
বার্সেলোনার দুই তারকা লিওনেল মেসি ও নেইমারের পর স্পেনে কর ফাঁকি মামলায় ফেঁসেছেন রিয়াল মাদ্রিদ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। মঙ্গলবার কর ফাঁকি মামলায় নাম ওঠে এলো রিয়াল মাদ্রিদের সাবেক কোচ হোসে মরিনহোর। এবার তাতে যোগ হলো আরেকটি নাম। আর্জেন্টাইন তারকা অ্যাঙ্গেল ডি মারিয়া কর ফাঁকি মামলায় স্পেনে ফেঁসে গেছেন। জেল থেকে বাঁচতে মোটা অঙ্কের জরিমানা দিতে হচ্ছে রিয়াল মাদ্রিদের সাবেক তারকাকে।

জেল থেকে বাঁচতে মোটা অঙ্কের জরিমানা দিতে হচ্ছে ডি মারিয়া রিয়াল মাদ্রিদের সাবেক তারকাকে

স্প্যানিশ গণমাধ্যমগুলো জানায়, কর ফাঁকি মামলায় ফেঁসে যাওয়ায় জেল থেকে বাঁচতে ১৭ লাখ ৬০ হাজার ব্রিটিশ পাউন্ড জরিমানা দিচ্ছেন ডি মারিয়া। রিয়াল মাদ্রিদে থাকাকালীন স্প্যানিশ সরকারকে ১১ লাখ ৪০ হাজার ব্রিটিশ পাউন্ড কর ফাঁকি দেয়ায় দোষী প্রমাণিত হন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। প্রায় ৬০ পার্সেন্ট জরিমানাসহ তাই ১৭ লাখ ৬০ হাজার ব্রিটিশ পাউন্ড জরিমানা দিতে হচ্ছে ডি মারিয়াকে।

দুই মেয়াদে কর ফাঁকি দিয়েছেন বলে ডি মারিয়া স্বীকার করেছেন। প্রতি মেয়াদের জন্য ছয় মাস করে জেলের শাস্তি পেয়েছেন তিনি। এক বছরের জেল থেকে বাঁচতে মোটা অঙ্কের অর্থ জরিমানা দিচ্ছেন এই আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার।

এদিকে কর ফাঁকি মামলায় রোনালদোর আদালতে হাজির হওয়ার দিনক্ষণ মঙ্গলবার এএফপিকে নিশ্চিত করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ। আগামী ৩১ জুলাই সিআর সেভেনকে আদালতে হাজির হতে হবে।

১ কোটি ৪৭ লাখ ইউরো ফাঁকি দিয়েছেন অভিযোগ এনে রোনালদোর বিরুদ্ধে তদন্ত করছে স্প্যানিশ প্রসিকিউটর। ২০১১ সাল থেকে ২০১৪ পর্যন্ত প্রতি বছর যথাক্রমে ১৪ লাখ, ১৭ লাখ, ৩২ লাখ ও ৮৫ লাখ ইউরো কর ফাঁকি দেন বলে রোনালদোর বিরুদ্ধে অভিযোগে তোলে স্পেনের কর বিভাগ।

এদিকে গতকাল মঙ্গলবার স্প্যানিশ প্রসিকিউটড দাবি করেছে, রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালীন ২০১১ ও ২০১২ দুটি ভিন্ন মেয়াদে কর ফাঁকি দিয়েছেন মরিনহো। ৩৩ লাখ ইউরো কর ফাঁকি দিয়েছেন বলে এই পর্তুগিজ কোচের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

এর আগে কর ফাঁকি ইস্যুতে ২১ মাস জেল হয় মেসি ও তার বাবার; সেইসঙ্গে জরিমানাও গুনেন এই বার্সেলোনা ফরোয়ার্ড। তবে স্পেনের আইনে প্রথমবারের অপরাধের কারণে ২ বছরের কম কারো শাস্তি হলে তাকে জেল খাটতে হয় না। অন্যদিকে কর ফাঁকি মামলায় এখনো আদালতে জেলে হচ্ছে নেইমারকে।






«
Next
Newer Post
»
Previous
Older Post