জামিন আবেদন খারিজ: প্রেসিডেন্সি জেলে পাঠানো হলো কারনানকে
সাবেক বিচারপতি কারনানকে প্রেসিডেন্সি জেলে পাঠানো হলো
ভারতের কোলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সি এস কারনানের অন্তবর্তীকালীন জামিনের আবেদন আজ খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।
বিচারপতি জে এস খেহরের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ আগেই বিচারপতি কারনানকে ছ’মাসের জন্য জেলে পাঠানোর নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশের প্রেক্ষিতেই তিনি মঙ্গলবার রাতে গ্রেফতার হন।
কারনানের কারাদণ্ডের নির্দেশ বাতিল হবে না বলে সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি এস কে কলের অবসরকালীন বেঞ্চ জানিয়েছে। শীর্ষ আদালতকে অবমাননার দায়ে গত ৯ মে প্রাক্তন বিচারপতি সি এস কারনানকে ছ’মাসের কারাদণ্ড হয়।#
