Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ভারতের বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ পরিবারের ১৮০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত





  লালু প্রসাদ পরিবারের ১৮০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত, রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ

লালু প্রসাদ যাদব পরিবারের ১৮০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

ভারতের বিহারের সাবেক মুখ্যমন্ত্রী ও আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব পরিবারের প্রায় ১৮০ কোটি টাকা মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে আয়কর দফতর। আজ (মঙ্গলবার) আরজেডি প্রধানের দিল্লি ও পটনায় জমি, বাড়িসহ ১২টি স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে আয়কর বিভাগ।

আয়কর দফতরের পক্ষ থেকে লালু প্রসাদের স্ত্রী ও বিহারের সাবেক মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী, ছেলে ও বিহারের বর্তমান উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, মেয়ে মিসা ভারতী ও তার স্বামী শৈলেশ কুমারকে নোটিশ পাঠিয়েছে নোটিশ পাঠানো হয়েছে। এছাড়া চন্দা ও রাগিনী যাদব নামে লালুপ্রসাদের অন্য দুই মেয়ের বিরুদ্ধেও আয়কর দফতর নোটিশ পাঠিয়েছে।

কেন্দ্রীয় সরকারের এজেন্সির ওই পদক্ষেপের বিরুদ্ধে লালুপ্রসাদ যাদব পালটা হুমকি দিয়ে বলেছেন, লালুপ্রসাদের কন্ঠরোধ করার সাহস নেই বিজেপি’র। এক জন লালুর কণ্ঠরুদ্ধ হলে কোটি কোটি লালু দাঁড়িয়ে পড়বে। আমি এসব ফাঁকা আওয়াজে ভয় পাই না।

এদিকে, লালু প্রসাদের ছেলে ও বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব আজ বলেন, আমরা কিছুই লুকোইনি। যদি আমাদের ডাকা হয় আমরা জবাব দেয়ার জন্য প্রস্তুত রয়েছি। তিনি আয়কর বিভাগ থেকে কোনো কেস করার খবরকেও অস্বীকার করেছেন। রাজনৈতিক ষড়যন্ত্র অনুসারে গণমাধ্যমে ভুল খবর চালানো হচ্ছে  বলে তার দাবি।#






«
Next
Newer Post
»
Previous
Older Post