সাত বারের চ্যাম্পিয়নকে ছাড়াই বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম
-
মেলবোর্ন: অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিলেন সেরেনা উইলিয়াম৷ গত বছর সেপ্টেম্বরে কন্যা সন্তানের জন্ম দেওয়ার পর বিশ্রামে ছিলেন মার্কিন টেনিস তারকা৷ নতুন বছরে আবুধাবিতে সদ্য একটি ম্যাচ খেলেছেন সেরেনা৷ ২৩টি গ্র্যান্ড স্ল্যামের মালকিন এরপরই বৃহস্পতিবার অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নেন৷
৩৬ বছরের সেরেনা জানিয়েছেন, ‘পুরোপুরি ফিট না থাকাতেই নাম তুলে নিলাম৷ আমি চাইলেই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারতাম, কিন্তু শুধু কোর্টে নামার জন্য নয়, ভাল ফল করতেই নামা উচিৎ৷ নিজেকে পুরোপুরি তৈরি করতে আমার আরও কিছুটা সময় প্রয়োজন৷’ অতীতে অস্ট্রেলিয়ান ওপেনে সাত বার চ্যাম্পিয়ন হয়েছেন সেরেনা৷ শেষবার অন্তঃস্বত্তা থাকাকালিন অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন তিনি৷
সেরেনা আরও বলেন, ‘শেষ বার গর্ভে অলিম্পিয়াকে নিয়েই গ্র্যান্ডস্ল্যাম জিতেছিলাম৷ সেই সুখের স্মৃতি নিয়েই এবার টুর্নামেন্ট থেকে নাম তুলে নিলাম, আগামী বছর আবার নিজের সেরাটাই দিতে মেলবোর্নে ফিরব৷’
২০১৭-র অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর থেকে দীর্ঘ ১১ মাস প্রতিযোগিতামূলক টেনিসের বাইরে ছিলেন সেরেনা৷ ৩০ ডিসেম্বর ফরাসি ওপেনজয়ী লাটভিয়ান তরুণি জেলেনা ওস্তাপেঙ্কোর বিরুদ্ধে ম্যাচ দিয়েই নতুন করে যাত্রা শুরু করেন তিনি৷ এরপরই সেনেরা ভক্তরা আশা করেছিল মেলবোর্নে নতুন করে আগুন ঝড়াবেন বর্ষীয়ান টেনিস তারকা৷ যদিও অপ্রত্যাশিত ভাবেই অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাম তুলে নিলেন সেরেনা৷
আরও পড়ুন- অলিম্পিয়া’কে কোলে নিলে বিয়ে করলেন সেরেনা
অন্যদিকে পুরুষদের সিঙ্গলসে নাম প্রত্যাহার করেছেন অ্যান্ডি মারে৷ হিপ ইনজুরির জন্য নাম তুলেন নিয়েছেন ব্রিটিশ টেনিস তারকা৷ চলতি মাসের ১৫ জানুয়ারি থেকে শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেন৷

No comments: