মামলায় শাস্তির ভয়ে দেশে বিশৃঙ্খলা করতে চায় বিএনপি : হানিফ
: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া মামলায় শাস্তি থেকে বাঁচার জন্য দেশে বিশৃঙ্খলা তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চান।
হানিফ আরো বলেন, দেশে এমন একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্যই বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চেয়েছিল।
আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র হানিফ আজ সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ইউনাইটেড পার্টির উদ্যোগে আয়োজিত গণতন্ত্র রক্ষা, সন্ত্রাস ও জঙ্গি দমনে আলেম-ওলামা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ইউনাইটেড ইসলামিক পাটির সভাপতি মাওলানা ইসমাইল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ ও সিরাজুল ইসলাম মোল্লা এমপি।
হানিফ বলেন, জামায়াত গত জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহন করতে পারেনি বলেই বিএনপি নির্বাচনে অংশ গ্রহন না করে নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করেছিল।
আদালতের রায়ে জামায়াতের নিবন্ধন বাতিল হয় উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ও জামায়াতের জন্ম হয়েছে পাকিস্তান থেকে। আর সেজন্যই দেশে যখন যুদ্ধাপরাধের মামলার রায় কার্যকর হয়েছিল তখন পাকিস্তানের জাতীয় পরিষদে নিন্দা প্রস্তাব পাশ হয়েছিল।
তিনি বলেন, বিএনপি জামায়াত বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু। আর তাই তারা দেশের অগ্রগতি সহ্য করতে পারে না। তারা পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করছে।
হানিফ বলেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। কারো জন্য নির্বাচন যেমন বাধাগ্রস্থ হবে না তেমনি কারো জন্য নির্বাচন থেমেও থাকবে না।
নির্বাচনে অংশ গ্রহন করা না করা গণতান্ত্রিক অধিকার বলে উল্লেখ করে তিনি আরো বলেন, বিএনপি-জামায়াতের যে কোন ষড়যন্ত্রকে প্রতিহত করে দেশের গণতন্ত্রের বিজয়কে সুসংহত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে বর্তমান সরকার জনগনের সহায়তায় ইসলামের নামে জঙ্গি তৎপরতা দমন করেছে। তবে জঙ্গিবাদী অপশক্তির মূলোৎপাটন করতে আরো কাজ করতে হবে।
ইসলামের পবিত্রতা রক্ষায় জঙ্গিবাদ দমনে দেশের আলেম ওলামাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

No comments: