ঢাবি সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন আগামীকাল শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের ২৫ জন প্রতিনিধি নির্বাচন ঢাকার বাইরের ২৮টি কেন্দ্রে ভোট গ্রহণের মাধ্যমে আগামীকাল শনিবার শুরু হচ্ছে। পরবর্তীতে ১৩ জানুয়ারি ও ১৬ জানুয়ারি ঢাকার বাইরে এবং ২০ জানুয়ারি ঢাকায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
আগামীকাল শনিবার সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু হবে এবং বেলা ১টা পর্যন্ত যে সব কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হলো : (১) শেরপুর সরকারী কলেজ, শেরপুর (২) নেত্রকোনা সরকারী কলেজ, নেত্রকোনা (৩) শরিয়তপুর সরকারী কলেজ, শরিয়তপুর, (৪) সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ (৫) শেরে বাংলা মেডিকেল কলেজ, বরিশাল (৬) আগৈলঝরা শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ, বরিশাল (৭) সরকারি সোহরাওয়ার্দী কলেজ, পিরোজপুর (৮) বরগুনা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, বরগুনা (৯) ঝালকাঠি সরকারি কলেজ, ঝালকাঠি (১০) পটুয়াখালী সরকারী কলেজ, পটুয়াখালী (১১) বাউফল সরকারী কলেজ, পটুয়াখালী (১২) ভোলা সরকারি কলেজ, ভোলা (১৩) লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজ, লক্ষ্মীপুর (১৪) চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম (১৫) ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা (১৬) চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর (১৭) চৌমুহনী সরকারি এস এ কলেজ, নোয়াখালী (১৮) এম সি কলেজ, সিলেট (১৯) আযম খান সরকারি কমার্স কলেজ, খুলনা (২০) সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ, সাতক্ষীরা (২১) সরকারি মাইকেল মধুসূধন কলেজ, যশোর (২২) সরকারি ভিক্টোরিয়া কলেজ, নড়াইল (২৩) সরকারি কে সি কলেজ, ঝিনাইদহ (২৪) কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া (২৫) রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী (২৬) সরকারি আযিযুল হক কলেজ, বগুড়া (২৭) সরকারি কারমাইকেল কলেজ, রংপুর এবং (২৮) সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা।
আগামী ২১ জানুয়ারি রোববার সকল কেন্দ্রের ভোটগণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

No comments: