Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » আইপিএল নিলাম ২০১৮: এক নজরে দেখে নিন কে, কোথায়, কত দামে.




আইপিএল নিলাম ২০১৮: এক নজরে দেখে নিন কে, কোথায়, কত দামে...

Jan 27, 2018, 01:39 PM IST
  
Pic10
1/10

মণীশ পান্ডেকে ১১ কোটি টাকায় কিনল সানরাইজার্স হায়দরাবাদ

  
Pic9
2/10

কেএল রাহুলকে ১১ কোটি টাকায় কিনল পঞ্জাব।

  
Pic8
3/10

গৌতম গম্ভীরকে ২.৮ কোটি টাকায় কিনল দিল্লি।

  
Pic7
4/10

বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসানকে ২ কোটি টাকায় কিনল সানরাইজার্স হায়দরাবাদ।

  
Pic6
5/10

২ কোটি টাকা দর উঠল হরভজন সিংয়ের। কিনল চেন্নাই সুপার কিংস।

  
Pic5
6/10

রবিচন্দ্রন অশ্বিনকে ৭.৬ কোটি টাকায় কিনল কিংস ইলেভেন পঞ্জাব।

  
Pic4
7/10

অজিঙ্কা রাহানেকে ৪ কোটি টাকায় কিনল রাজস্থান  

  
Pic3
8/10

বেন স্টোকসকে ১২.৫ কোটি টাকায় কিনল রাজস্থান রয়ালস।

  
Pic2
9/10

ক্রিস লিনকে ৯.৬ কোটি টাকায় ক্রিস লিনকে কিনল কলকাতা।

  
Pic1
10/10

মিচেল স্টার্চকে ৯.৪ কোটি টাকায় কিনল কলকাতা নাইটরাইডার্স।

  
 পরবর্তী
অ্যালবাম

যোগ প্রসারের জন্য সৌদি নাগরিককে পদ্মশ্রী
শনিবারের পর রবিবার শুরু হল আইপিএলের নিলাম। প্রথম দিনে ৭৮ জন ক্রিকেটারকে দর দিয়ে দলে নিয়েছে আইপিএলের দলগুলি নিলাম।

আইপিএলের নিলামে নেপালের প্রথম ক্রিকেটার হিসেবে মাঠে নামবেন সন্দীপ লামিচেন। তাঁকে  ২০ লক্ষ টাকায় কিনল দিল্লি ডেয়ারডেভিলস। 
জেসন বেহরনডর্ফকে ১.৫ কোটি টাকায় ঘরে তুলল মুম্বই ইন্ডিয়ান্স। 
১৯ বছরের জাহির খান পাকটিনকে ৬০ লক্ষে কিনল রাজস্থান।
ক্রিস জর্ডনকে ১ কোটি টাকায় নিল সানরাইজার্স।
মাইকেল স্যান্টনারকে ৫০ লক্ষ দর দিয়ে দলে নিল চেন্নাই সুপার কিংস। 
১ কোটি টাকায় জেপি ডুমিনিকে কিনল মুম্বই ইন্ডিয়ান্স।
নিলামের মাঝে আলোচনায় আশিস নেহরা ও ভিভিএস লক্ষ্মণ। 
১৯ বছরের শিবম মাভিকে ৩ কোটি টাকায় কিনল কেকেআর। গতকাল অনুর্ধ্ব ১৯ দলের কমলেশ নাগরকোটিকে ৩.২ কোটি ও শুভমান গিলকে ১.৮ কোটিতে কিনেছিল কলকাতা। ১৯ পেরোনার আগেই ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বল করতে পারেন কমলেশ। শুভমানকে ইতিমধ্যেই বিরাটের সঙ্গে তুলনা করা হচ্ছে। ঝোড়ো ব্যাটিং করতে পারেন এই ডান হাতি। কমবয়সি ক্রিকেটারদের নিয়ে কেকেআর বুঝিয়ে দিল, এবার তারা তারুণ্যে জোর দিচ্ছে।    
অপূর্ব ওয়াংখেড়েকে ২০ লক্ষ টাকায় দলে নিল কলকাতা নাইট রাইডার্স।
২০ লক্ষ টাকায় অঙ্কিত শর্মাকে কিনল রাজস্থান রয়্যালস।
দল পেলেন না প্রজ্ঞান ওঝা ও ফাওয়াদ আহমেদ। 
অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লিঁয় অবিক্রিত। 
আফগান ক্রিকেটার মুজিব জারদানকে ৪ কোটি টাকায় কিনল পঞ্জাব।
২.২ কোটি টাকায় ট্রেন্ট বোল্টকে দলে নিল দিল্লি ডেয়ারডেভিলস।
এখনও পর্যন্ত কোন দলের হাতে কত টাকা বেঁচে আছে? কতগুলি ক্রিকেটার কিনেছে তাঁরা? সর্বশেষ তালিকা দেখে নিন-   
শার্দুল ঠাকুরকে ২.৬ কোটি টাকায় কিনল চেন্নাই সুপারকিংস।
ডেল স্টেইনকে দলে নিতে আগ্রহ দেখাল না কেউ।অবিক্রিত থেকে গেলেন দক্ষিণ আফ্রিকার পেসার। সম্ভবত চোটে আক্রান্ত স্টেইনকে দলে নেওয়ার ঝুঁকি নিতে চাইছেন না ফ্র্যাঞ্চাইজিরা।
নিলামে বাঁ হাতি পেসার জয়দেব উনাদকাটকে নিয়ে জোর টানাটানি পড়ে যায়। তাঁর বেস প্রাইস ছিল ১.৫ কোটি টাকা। ১১.৫ কোটিতে উনাদকাটকে কিনল রাজস্থান রয়্যালস। কলকাতা নাইট রাইডার্সে খেলেছিলেন জয়দেব উনাদকাট। তবে প্রতিশ্রুতিমান হলেও এখনও পর্যন্ত হাতে গোনা কয়েকটি ম্যাচ বাদে তেমন পারফরম্যান্স তাঁর নেই। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, ভারতে বাঁ হাতি পেসারের অভাবই জয়দেবকে এতটা দর পাইয়ে দিল।
১.৪ কোটি টাকায় মনদীপ সিংকে কিনল আরসিবি।
৫০ লক্ষ টাকায় জয়ন্ত যাদবকে কিনল দিল্লি ডেয়ারডেভিলস।
নাথান কুল্টার নিলকে ২.২ কোটি টাকায় কিনল আরসিবি।
আইপিএলের অভিজ্ঞ বোলার ধবল কুলকার্ণিকে ৭৫ লক্ষ টাকায় কিনেছিল আরসিবি। তবে তাঁকে ধরে রাখল রাজস্থান রয়্যালস। কুলকার্ণির আরও বেশি দর হওয়া উচিত ছিল বলে মত ক্রিকেট বিশেষজ্ঞদের।
২.৪ কোটি টাকা মোহিত শর্মাকে কিনে নিয়েছিল চেন্নাই সুপারকিংস। তবে রিটেনশন কার্ড দিয়ে তাঁকে ধরে রাখেন পঞ্জাবের মালিক প্রীতি জিন্টা।  
সন্দীপ শর্মাকে ৩ কোটিতে কিনল সানরাইজার্স হায়দরাবাদ।
ভারতীয় দলের প্রাক্তন পেসার বিনয় কুমারকে ১ কোটি টাকায় কেকেআর। 
অস্ট্রেলিয় ব্যাটসম্যান শন মার্শকে অবিক্রিত থেকে গেলেন। 
সৌরভ তিওয়ারির বেস প্রাইস ছিল ৫০ লক্ষ টাকা। তাঁকে ৮০ লক্ষে কিনল মুম্বই ইন্ডিয়ান্স। 
১ কোটি টাকায় মনোজ তিওয়ারিকে দলে নিল কিংস এক্সআই পঞ্জাব। 

গতকালের অবিক্রিত স্পিনার রাহুল চহরকে ১.৯ কোটি টাকায় নিল মুম্বই ইন্ডিয়ান্স। 
অবিক্রিত থাকলেন ঋষি ধবন।

11:09 AM - Jan 28, 2018 সম্মান






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply