পরবর্তী
অ্যালবাম
অ্যালবাম
যোগ প্রসারের জন্য সৌদি নাগরিককে পদ্মশ্রী
শনিবারের পর রবিবার শুরু হল আইপিএলের নিলাম। প্রথম দিনে ৭৮ জন ক্রিকেটারকে দর দিয়ে দলে নিয়েছে আইপিএলের দলগুলি নিলাম।
শনিবারের পর রবিবার শুরু হল আইপিএলের নিলাম। প্রথম দিনে ৭৮ জন ক্রিকেটারকে দর দিয়ে দলে নিয়েছে আইপিএলের দলগুলি নিলাম।
আইপিএলের নিলামে নেপালের প্রথম ক্রিকেটার হিসেবে মাঠে নামবেন সন্দীপ লামিচেন। তাঁকে ২০ লক্ষ টাকায় কিনল দিল্লি ডেয়ারডেভিলস।
Sandeep Lamichhane is sold to @DelhiDaredevils for INR 20 lacs VIVO #IPLAuction
জেসন বেহরনডর্ফকে ১.৫ কোটি টাকায় ঘরে তুলল মুম্বই ইন্ডিয়ান্স।
১৯ বছরের জাহির খান পাকটিনকে ৬০ লক্ষে কিনল রাজস্থান।
19-year old Zahir Khan Pakteen is sold to @rajasthanroyals for INR 60 lacs VIVO #IPLAuction
ক্রিস জর্ডনকে ১ কোটি টাকায় নিল সানরাইজার্স।
Chris Jordan is sold to @SunRisers for INR 100 lacs VIVO #IPLAuction
মাইকেল স্যান্টনারকে ৫০ লক্ষ দর দিয়ে দলে নিল চেন্নাই সুপার কিংস।
Mitchell Santner is sold to @ChennaiIPL for INR 50 lacs VIVO #IPLAuction
১ কোটি টাকায় জেপি ডুমিনিকে কিনল মুম্বই ইন্ডিয়ান্স।
নিলামের মাঝে আলোচনায় আশিস নেহরা ও ভিভিএস লক্ষ্মণ।
১৯ বছরের শিবম মাভিকে ৩ কোটি টাকায় কিনল কেকেআর। গতকাল অনুর্ধ্ব ১৯ দলের কমলেশ নাগরকোটিকে ৩.২ কোটি ও শুভমান গিলকে ১.৮ কোটিতে কিনেছিল কলকাতা। ১৯ পেরোনার আগেই ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বল করতে পারেন কমলেশ। শুভমানকে ইতিমধ্যেই বিরাটের সঙ্গে তুলনা করা হচ্ছে। ঝোড়ো ব্যাটিং করতে পারেন এই ডান হাতি। কমবয়সি ক্রিকেটারদের নিয়ে কেকেআর বুঝিয়ে দিল, এবার তারা তারুণ্যে জোর দিচ্ছে।
The 19-year old Shivam Mavi is sold to @KKRiders for INR 300 lacs VIVO #IPLAuction
অপূর্ব ওয়াংখেড়েকে ২০ লক্ষ টাকায় দলে নিল কলকাতা নাইট রাইডার্স।
Apoorv Wankhade is sold to @KKRiders for INR 20 lacs VIVO #IPLAuction
২০ লক্ষ টাকায় অঙ্কিত শর্মাকে কিনল রাজস্থান রয়্যালস।
Ankit Sharma is sold to @rajasthanroyals for INR 20 lacs VIVO #IPLAuction
দল পেলেন না প্রজ্ঞান ওঝা ও ফাওয়াদ আহমেদ।
Pragyan Ojha remains unsold VIVO #IPLAuction
Fawad Ahmed remains unsold VIVO #IPLAuction
অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লিঁয় অবিক্রিত।
Nathan Lyon remains unsold VIVO #IPLAuction
আফগান ক্রিকেটার মুজিব জারদানকে ৪ কোটি টাকায় কিনল পঞ্জাব।
Mujeeb Zadran is sold to @lionsdenkxip for INR 400 lacs VIVO #IPLAuction
২.২ কোটি টাকায় ট্রেন্ট বোল্টকে দলে নিল দিল্লি ডেয়ারডেভিলস।
এখনও পর্যন্ত কোন দলের হাতে কত টাকা বেঁচে আছে? কতগুলি ক্রিকেটার কিনেছে তাঁরা? সর্বশেষ তালিকা দেখে নিন-
Here's an update on the purse remaining for each team at VIVO #IPLAuction
শার্দুল ঠাকুরকে ২.৬ কোটি টাকায় কিনল চেন্নাই সুপারকিংস।
ডেল স্টেইনকে দলে নিতে আগ্রহ দেখাল না কেউ।অবিক্রিত থেকে গেলেন দক্ষিণ আফ্রিকার পেসার। সম্ভবত চোটে আক্রান্ত স্টেইনকে দলে নেওয়ার ঝুঁকি নিতে চাইছেন না ফ্র্যাঞ্চাইজিরা।
Dale Steyn remains unsold VIVO #IPLAuction
নিলামে বাঁ হাতি পেসার জয়দেব উনাদকাটকে নিয়ে জোর টানাটানি পড়ে যায়। তাঁর বেস প্রাইস ছিল ১.৫ কোটি টাকা। ১১.৫ কোটিতে উনাদকাটকে কিনল রাজস্থান রয়্যালস। কলকাতা নাইট রাইডার্সে খেলেছিলেন জয়দেব উনাদকাট। তবে প্রতিশ্রুতিমান হলেও এখনও পর্যন্ত হাতে গোনা কয়েকটি ম্যাচ বাদে তেমন পারফরম্যান্স তাঁর নেই। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, ভারতে বাঁ হাতি পেসারের অভাবই জয়দেবকে এতটা দর পাইয়ে দিল।
১.৪ কোটি টাকায় মনদীপ সিংকে কিনল আরসিবি।
৫০ লক্ষ টাকায় জয়ন্ত যাদবকে কিনল দিল্লি ডেয়ারডেভিলস।
Jayant Yadav is sold to @DelhiDaredevils for INR 50 lacs VIVO #IPLAuction
নাথান কুল্টার নিলকে ২.২ কোটি টাকায় কিনল আরসিবি।
Nathan Coulter-Nile is sold to @RCBTweets for INR 220 lacs VIVO #IPLAuction
আইপিএলের অভিজ্ঞ বোলার ধবল কুলকার্ণিকে ৭৫ লক্ষ টাকায় কিনেছিল আরসিবি। তবে তাঁকে ধরে রাখল রাজস্থান রয়্যালস। কুলকার্ণির আরও বেশি দর হওয়া উচিত ছিল বলে মত ক্রিকেট বিশেষজ্ঞদের।
২.৪ কোটি টাকা মোহিত শর্মাকে কিনে নিয়েছিল চেন্নাই সুপারকিংস। তবে রিটেনশন কার্ড দিয়ে তাঁকে ধরে রাখেন পঞ্জাবের মালিক প্রীতি জিন্টা।
.@lionsdenkxip use their RTM card to retain Mohit Sharma for INR 240 lacs VIVO #IPLAuction
সন্দীপ শর্মাকে ৩ কোটিতে কিনল সানরাইজার্স হায়দরাবাদ।
ভারতীয় দলের প্রাক্তন পেসার বিনয় কুমারকে ১ কোটি টাকায় কেকেআর।
অস্ট্রেলিয় ব্যাটসম্যান শন মার্শকে অবিক্রিত থেকে গেলেন।
Shaun Marsh remains unsold VIVO #IPLAuction
সৌরভ তিওয়ারির বেস প্রাইস ছিল ৫০ লক্ষ টাকা। তাঁকে ৮০ লক্ষে কিনল মুম্বই ইন্ডিয়ান্স।
Saurabh Tiwary is sold to @mipaltan for INR 80 lacs VIVO #IPLAuction
১ কোটি টাকায় মনোজ তিওয়ারিকে দলে নিল কিংস এক্সআই পঞ্জাব।
গতকালের অবিক্রিত স্পিনার রাহুল চহরকে ১.৯ কোটি টাকায় নিল মুম্বই ইন্ডিয়ান্স।
Rahul Chahar is sold to @mipaltan for INR 190 lacs VIVO #IPLAuction
অবিক্রিত থাকলেন ঋষি ধবন।
Rishi Dhawan remains unsold VIVO #IPLAuction











No comments: