Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » টানা বৃষ্টিতে বিপর্যস্ত প্যারিস ফুঁসছে সোলেন নদী জল প্রায় বিপদসীমারর উপর দিয়ে বইছে





 টানা বৃষ্টিতে বিপর্যস্ত প্যারিস। ফুঁসছে সোলেন নদী। জল প্রায় বিপদসীমারর উপর দিয়ে বইছে। নাগাড়ে বৃষ্টিতে রাস্তায় জল জমে গিয়েছে। প্যারিসের মত প্রমোদনগরীতেও ড্রেনের জল উপচে ভেসে গিয়েছে একাধিক বাড়ির বেসমেন্ট। নান্দনির সৌন্দর্যের বারোটা বাজিয়ে জল থইথই একাধিক রাস্তা।


আর অলিগলির অবস্থা তো না বলাই ভাল। পর্যটন কেন্দ্র হওয়ায় একাধিক ট্যুর বাতিল করা হয়েছে। রাস্তায় সাজিয়ে রাখা একাধিক মুর্তির প্রায় কোমড় পর্যন্ত ডুবে গিয়েছে। পরিস্থিতি এতটাই খারাপ যে শিল্পীদের শিল্পসৃষ্টিও এখন সংকটের মুখে। প্যারিসের বিখ্যাত ল্যুভর মিউজিয়াম বন্ধ করে দেওয়া হয়েছে। রাস্তার জল প্রায় মনিউজিয়ামের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে।


প্যারিসের মেয়র অ্যান হিডালগো জানিয়েছেন, এখনও নিরাপদে রয়েছেন প্যারিসের বাসিন্দারা। আতঙ্কের কারণ নেই। পরিস্থিতি খারাপ হলে সকলকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হবে। 
যদিও স্থানীয পুলিস প্রশাসন জানিয়েছে, যেদিকে পরিস্থিতি এগোচ্ছে তাতে এখনই প্যারিস সংলগ্ন এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। প্যারিস শহরের একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। সেখানে নৌকায় যাতায়াত করছেন তারা। 







«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply