তালিবানদের ডেরায় বিমানহামলা, খতম পাঁচ জঙ্গি
কাবুল: আফগানিস্তানের ফেরিয়াবে তালিবানদের গোপন ডেরায় বিমানহামলা৷ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, এই হামলায় পাঁচ তালিবান জঙ্গি মারা গিয়েছে৷ এছাড়া তিনজন গুরুতর আহত হয়েছে বসে জানা যাচ্ছে৷
আফগান সেনার তরফে এই হামলার সত্যতা স্বীকার করে নিয়েছে৷ পাস্তুন কোই জেলায় তালিবানদের ঘাঁটিতে হামসলা চালায় আফগান সেনারা৷ যদিও এই বিমানহামলায় তালিবানদের তরফে এখনও কোনও জবাব মেলেনি৷
রিপোর্টে জানা যাচ্ছে, গত বছরের শেষের দিকে আফগানিস্তানে পুলিশ ভ্যানে তালিবান হামলায় মৃত্যু হয় তিন পুলিশকর্মীর। সেই ঘটনার পরই জবাব দেয় আফগান পুলিশও। উত্তর আফগানিস্তানের ফেরিয়াব প্রদেশের বিলছাড়াগ জেলায় তালিবানদের গোপন আস্তানায় বিমান হামলা করে আফগান সেনা৷ বিমান হানায় ছয় জঙ্গির মৃত্যু হয়৷ সেই ঘটনার পর একমাস কাটতে না কাটতেই ফের ওই একই জায়গায় বিমান হানায় মৃত্যু হল ছয় জঙ্গির৷
No comments: