গম্ভীরকে ছেঁটে ফেলল কিং খানের কেকেআর
মুম্বই: ২০১৮ আইপিএল-এ প্রত্যাশামতই সবচেয়ে দামি ক্রিকেটার বিরাট কোহলি৷টিম ইন্ডিয়ার ক্যাপ্টেনের দাম উঠল ১৭ কোটি৷এই টাকায় বিরাটকে ধরে রাখল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৷১৫ কোটি দিয়ে প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে ধরে রাখল চেন্নাই সুপার কিংস৷ তবে দু’বারের চ্যাম্পিয়ন গৌতম গম্ভীরকে ছেঁটে ফেলল কিং খানের কেকেআর৷
একাদশ আইপিএলে ক্রিকেটার ধরে রাখার শেষ দিন ছিল বৃহস্পতিবার৷২৭-২৮ জানুয়ারি বেঙ্গালুরুতে নিলামের আগে এটাই ছিল ফ্র্যাঞ্চাইজিগুলির সামনে ক্রিকেটার ধরে রাখার শেষ সুযোগ৷২০১৮-২০ তিন মরশুমের জন্য আগের বছরের মাত্র দুই ক্যারিবিয়ান ক্রিকেটারকে ধরে রাখল কলকতা নাইটরাইডার্স৷

No comments: