ঈশ্বরদী শীতার্তদের মাঝে ভূমিমন্ত্রীর ১৫ হাজার কম্বল বিতরণ
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ আজ শুক্রবার নিজ উদ্যোগে ঈশ্বরদী শহরের ঈদগাহ মাঠে শীতার্ত দরিদ্রদের মাঝে ১৫ হাজার কম্বল বিতরণ করেছেন।
এলাকার দরিদ্র এতিম, মাদ্রাসা ছাত্র-ছাত্রী, দরিদ্র মুক্তিযোদ্ধা ও দরিদ্র মানুষের মাঝে এই ১৫ হাজার কম্বল বিতরণ করা হয়।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের সকল মানুষের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে নানান বাস্তব পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি সরকারের সকল উন্নয়ন কাজে অংশ নেওয়ারও আহ্বান জানান।
এসময় পাবনা জেলা প্রশাসক জসিম উদ্দিন, পাবনা জেলা পুলিশ সুপার জিয়াদুল কবীর, পাবনা-৪ আসনের সাবেক এমপি মঞ্জুর রহমান বিশ্বাস, সমাজসেবক কামরুন নাহার শরীফ, ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তার, এসিল্যান্ড শিমুল আক্তার, ঈশ্বরদী আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

No comments: