নির্বাচনী প্রচারণায় ধর্মীয় বিদ্বেষমূলক তথ্য ছড়ালে প্রার্থিতা বাতিলের দাবি
নির্বাচনী প্রচার-প্রচারণায় ধর্মীয় বিদ্বেষমূলক তথ্য ছড়ালে প্রার্থিতা বাতিলসহ অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত। বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে, সংগঠনের প্রতিনিধি সভায় এ দাবি জানান তিনি।
রানা দাশ গুপ্ত বলেন, নির্বাচনের পূর্বাপর সময়ে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সংখ্যালঘুরা যদি তাদের ভোট দিতে না পারেন তবে তার দায় সরকার, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোকে নিতে হবে।
তিনি বলেন, নির্বাচনকালে কোনো প্রার্থী যদি ধর্মীয় বিদ্বেষমূলক বক্তব্য প্রদান করেন কিংবা তার কোনো সমর্থক যদি বিবৃতি, বক্তব্য কিংবা অন্যকোনো মাধ্যমে এমন তথ্য প্রচার করেন তবে তার প্রার্থিতা তাৎক্ষণিকভাবে বাতিল করতে হবে।
No comments: