যতো দাবিই করেন, পূরণ হবে না: তোফায়েল
সহায়ক সরকার নিয়ে বিএনপি যতোই দাবি করুক, আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ।
বৃহস্পতিবার দুপুরে ভোলায় বিশ্বরোড বাজার ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এ সময় তোফায়েল আহমেদ বলেন, বর্তমান সরকার ক্ষমতায় থাকলেও আগামী নির্বাচন হবে অবাধ ও শান্তিপূর্ণ।
মন্ত্রী বলেন, 'বিএনপির নেতৃত্বাধীন জোট, যার মধ্যে জামায়াত আছে। যে জামায়াত স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধী, মানবতাবিরোধী দল। সেই দলকে সাথে রেখেছে বিএনপি। আবার যদি সুযোগ পায় তাহলে ২০০১ -এর চেয়ে অনেক বেশি অত্যাচার তারা করবে। আমাকে গ্রেপ্তার করে ক্ষান্ত হয় নাই, আমার মতো লোককে হাতকড়া পরিয়েছে।'
আন্দোলনের নামে দেশের দেশের সম্পদের ক্ষতি না করে সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত নির্বাচনে অংশ নেয়ার জন্য বিএনপির প্রতি আহ্বান জানান তোফায়েল আহমেদ।
No comments: