কে নির্বাচনে আসবে কে আসবে না তা বিবেচ্য বিষয় নয়: কামরুল
বেগম খালেদা জিয়াকে বেশিদিন কারাগারে রাখতেই ষড়যন্ত্র করে তার জামিনের বিষয়ে, বিএনপি নেতারা অহেতুক বিলম্ব করছেন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক স্মরণসভায় এমন মন্তব্য করেন তিনি। তিনি বলেন, জাতীয় নির্বাচন নিয়ে সংলাপের প্রয়োজন নেই, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি সাংবাদিকদের বলেন, 'বেগম জিয়া যেন বেশিদিন কারাগারে থাকেন তার জন্য তারা ষড়যন্ত্র করছেন, একারণেই তারা ডিভিশনের জন্য যথাসময়ে দরখাস্ত দেন নাই, গতকালকে আপিল শুনানি হয়েছে, সেখানে আপিল শুনানি বা দরখাস্তের কপি পর্যন্ত যথাসময়ে জমা দেন নাই, তারা বিভ্রান্তি সৃষ্টি করার একটা কৌশল অবলম্বন করছেন। আগামী নির্বাচন নিয়ে কোন সংলাপের কোন প্রশ্নই উঠে না। নির্বাচন হবে সংবিধানসম্মত পন্থায়, মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনকালীন সরকারের নেতৃত্ব দেবেন, নির্বাচন কমিশন নির্বাচনের আয়োজন করবে এবং সুষ্ঠু গ্রহণযোগ্য শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে নির্বাচনে কে আসবে বা কে আসবে না তা আমাদের বিবেচ্য বিষয় নয়।
No comments: