রাজধানীতে জীবিত কচ্ছপ ও মাংসসহ আটক ৩
রাজধানীর পুরান ঢাকার শাঁখারীবাজার এলাকা থেকে ৩০টি জীবিত কচ্ছপ উদ্ধার ও কচ্ছপের তিন মণ মাংস জব্দসহ ৩ জনকে আটক করেছে র্যাব।
গোপন সংবাদে ভিত্তিতে র্যাবের একটি দল শাঁখারীবাজার এলাকায় অভিযান চালিয়ে কচ্ছপের মাংস জব্দ এবং এর সঙ্গে জড়িত তিন জনকে নয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
র্যাবের নির্বাহী ম্যাজিস্টেট মো. সারোয়ার আলম জানান, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে কচ্ছপ সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিল। এর ফলে দেশে জীববৈচিত্র ধ্বংসের পাশাপাশি কচ্ছপও বিলুপ্ত হচ্ছে।
No comments: