ভিডিওতে দেখুন, ৩৭ বছর বয়সেও পিএসএল-এ দুর্দান্ত ক্যাচ নিয়ে চমক আফ্রিদির
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসের হয়ে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের বিরুদ্ধে ম্যাচে বাউন্ডারি লাইনে দুর্দান্ত একটি ক্যাচ নিয়ে সবাইকে চমকে দিলেন শাহিদ আফ্রিদি। ৩৭ বছর বয়সেও তাঁর অসাধারণ ফিটনেস ও প্রতিবর্ত ক্রিয়া দেখে দর্শকরা তো বটেই, এমনকী ধারাভাষ্যকাররাও উচ্ছ্বাস ধরে রাখতে পারেননি।
এই ম্যাচে প্রথমে ব্যাট করে করাচি ৯ উইকেটে ১৪৯ রান করে। আফ্রিদি ব্যাট হাতে সাফল্য পাননি। তিনি আট বলে মাত্র চার রান করেন। কিন্তু ফিল্ডিংয়ে সেই ঘাটতি পূরণ করে দেন। মহম্মদ উমর আমিনের মারা একটি বল অবিশ্বাস্যভাবে ধরে নেন পাকিস্তানের প্রাক্তন তারকা। মহম্মদ ইরফানের বলটি বোলারের মাথার উপর দিয়ে বাউন্ডারির বাইরে পাঠাতে চেয়েছিলেন বাঁ হাতি ব্যাটসম্যান আমিন। কিন্তু আফ্রিদি এক হাতে বলটি ধরে টাল সামলাতে না পেরে শূন্যে বল ছুড়ে মাঠের বাইরে গিয়ে আবার পরক্ষণেই ফিরে এসে
No comments: