যৌন কেলেঙ্কারি ফাঁস! পদত্যাগ করছেন ডেপুটি প্রাইম মিনিস্টার
সিডনি: নিজের প্রাক্তন উপদেষ্টা ভিকি ক্যাম্পিয়নের সঙ্গে যৌন সম্পর্কের ঘটনা ফাঁস! আর তা প্রকাশ্যে এসে যাওয়াতে পদত্যাগে বাধ্য হচ্ছেন অস্ট্রেলিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টার বার্নাবি জয়েস। আজ শুক্রবার তিনি জানিয়েছেন, আগামী সোমবার পদ ছেড়ে দেবেন। যৌন হেনস্তা এবং প্রাক্তন সহকর্মীর সঙ্গে প্রণয়ের ঘটনা নিয়ে সমালোচনার পরিপ্রেক্ষিতেই এই পদত্যাগের ঘোষণা করলেন জয়েস। তার সেই প্রাক্তন সহকর্মী এখন সন্তানসম্ভবা।
জয়েস আজ পদত্যাগের ঘোষণা করে বলেছেন, ‘আগামী সোমবার আমি ন্যাশনাল পার্টির প্রধান ও অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করব।’
প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের নেতৃত্বাধীন জোট সরকারের শরীক হচ্ছে জয়েসের দল ন্যাশনাল পার্টি। দুই সপ্তাহজুড়ে জয়েসের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে অস্ট্রেলিয়ার বিভিন্ন সংবাদমাধ্যমে। প্রেমিকার সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করলেও যৌন হেনস্তার অভিযোগ অস্বীকার করেছেন জয়েস। এরই মধ্যে প্রধানমন্ত্রী টার্নবুলও ডেপুটি প্রাইম মিনিস্টারের সমালোচনা করেছেন। এবং মন্ত্রীদের সঙ্গে সহকর্মী ও অধস্তনদের যৌন সম্পর্ক গড়ে তোলাকে নিষিদ্ধ ঘোষণা করেছেন।
No comments: