রোহিঙ্গারা নিরাপদে দেশে ফিরে যাবে এমন প্রত্যাশা সরকারের: ফারুক খান
পালিয়ে আসা মিয়ানমারের নাগরিকরা স্বেচ্ছায়, নিরাপদে, পূর্ণ মর্যাদা নিয়ে দেশে ফিরে যাবে বলে প্রত্যাশা বাংলাদেশ সরকারের। শুক্রবার জাতিসংঘ সদর দফতরে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের বার্ষিক সংসদীয় শুনানির শেষ দিনে, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ফারুক খান এ আশাবাদ ব্যক্ত করেন।
এতে অংশ নিয়ে ফারুক খান, গ্লোবাল ইমিগ্রেশন কমপ্যাক্টে বিবেচনার জন্য পাঁচ দফা প্রস্তাবনা তুলে ধরেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল, নিরাপদ অভিবাসন পরিপন্থী এবং অভিবাসীদের স্বার্থ বিরোধী কোন আইন পাস করা যাবেনা। অভিবাসীদের মানবাধিকার সম্পূর্ণভাবে সুরক্ষিত রেখে আইন পাস করতে হবে বলেও প্রস্তাব তুলে ধরেন তিনি।

No comments: