শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে কখনোই বাধা দিচ্ছি না'---স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
বিএনপির কর্মসূচিতে পুলিশের বাধা দেয়া প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জননিরাপত্তার স্বার্থেই পুলিশ তার কর্তব্য পালন করেছে। শনিবার দুপুরে কুমিল্লায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমার সব সময় বলছি, শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে কখনোই বাধা দিচ্ছি না। যখনই কেউ মাত্রাতিরিক্ত করে রাস্তা বন্ধ করে জনগণের দুর্ভোগ সৃষ্টি করে তখনই আমাদের আইনশৃঙ্খলাবাহিনী প্রয়োজনীয় নিয়েছে।'
বিএনপি'র কর্মসূচি প্রসঙ্গে তিনি আরও বলেন, 'আমি তো কুমিল্লা আসছি, তাদের কর্মসূচি সম্পর্কে সম্পূর্ণ জ্ঞাত নয়। আমি পুরো ঘটনাটি জেনে আপনাদের জানাতে পারবো। তবে আমাদের কমিশনারের কাছে যেটুকু জেনেছি তা হল, জনগণের দুর্ভোগ দূর কমানোর জন্য সেটা প্রয়োজন ছিল বলে পুলিশ করেছেন।'

No comments: