নানা সমস্যায় জর্জরিত সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌ বন্দর
নাব্য সংকট, পণ্য খালাসের জন্য জেটির অভাব, পর্যাপ্ত শেড না থাকাসহ নানা সমস্যায় জর্জরিত উত্তরাঞ্চলের প্রধান নৌ বন্দর সিরাজগঞ্জের বাঘাবাড়ি। উত্তরের জেলাগুলোতে জ্বালানি তেল ও সারের চাহিদার ৯০ ভাগই বাঘাবাড়ি অয়েল ডিপো ও নৌ-বন্দর থেকে সরবরাহ করা হয়। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন পণ্য আমদানিকারকরা। তবে কর্তৃপক্ষ বলছে, দ্রুত বন্দরের সকল সমস্যা দুর করা হবে।
দেশের উত্তরাঞ্চলের সব জেলায় জ্বালানি তেল, কয়লা ও সার বাঘাবাড়ি অয়েল ডিপো ও নৌবন্দর থেকে সরবরাহ করা হয়। এখান থেকে প্রতিদিন ২৭ লাখ লিটার জ্বালানি তেল ও হাজার হাজার বস্তা রাসায়নিক সার সরবরাহ করা হয়। কিন্তু নাব্য সংকট, পণ্য খালাসের জন্য জেটির অভাব, পর্যাপ্ত শেড না থাকাসহ নানা সমস্যায় বিপর্যস্ত উত্তরাঞ্চলের প্রধান এই নৌ বন্দরটি। বন্দরে জেটির অভাবে শ্রমিকদের মালামাল খালাসে বিভিন্ন সমস্যার পড়তে হয়, পাশাপাশি ঘটছে দুর্ঘটনা। আর পর্যাপ্ত গুদাম আর শেড না থাকায় খোলা আকাশের নিচে সারের বস্তা রাখা হচ্ছে এতে নষ্ট হচ্ছে সারের গুণগত মান।
উত্তরের ব্যবসা বাণিজ্যের অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ এই বন্দরের সার্বিক উন্নয়নের জোর দাবি জেলার ব্যবসায়ী নেতাদের। অবশ্য বাঘাবাড়ি বন্দরের সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিলেন বন্দরের কর্মকর্তারা । দেশের উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ এই বন্দরকে প্রথম শ্রেণির নদী বন্দরে উন্নীত করা হলে পণ্য পরিবহনে সড়ক পথে চাপ কমার পাশাপাশি আর্থিকভাবে লাভবান হবেন ব্যবসায়ীরা বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
No comments: