উৎসবের বাজার ধরতে প্রস্তুত যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী
মৌসুমের অন্যতম তিনটি উৎসবের বাজার ধরতে প্রস্তুত যশোরের গদখালীর ফুলচাষিরা। আশা করছেন এ বছর ফুলের ভালো দাম পাবেন তারা। প্রায় ৪০ কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা তাদের।
ফুলের রাজধানী যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী এলাকার ফুল চাষিরা প্রতি মৌসুমে ৭টি উৎসবকে ঘিরে মূল বেচাকেনা করে থাকেন। উৎসবগুলোর মধ্যে স্বাধীনতা দিবস ও ইংরেজি নববর্ষের বেচাকেনা শেষ করেছেন তারা। চলতি মাসেই রয়েছে বসন্ত দিবস, ভালোবাসা দিবস, ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ তিন উৎসবেই বেশি ফুল বিক্রি করে থাকেন চাষিরা। তাই নানা পদ্ধতিতে মাঠে পর্যাপ্ত ফুল সংরক্ষণ করছেন তারা। আশা করছেন এ বছরও ফুলের ভালো দাম পাবেন।
স্থানীয় ফুলের পাইকারি ব্যবসায়ীরা জানালেন, এ বছর বাজার ভালো। উৎসবের আগে ফুলের দাম আরো বাড়বে।
আর ফুল চাষি ও বাংলাদেশ ফ্লাওয়ারস্ সোসাইটির সভাপতি আব্দুর রহিমের আশা, ফেব্রুয়ারি মাসের তিন উৎসবেই প্রায় ৪০ কোটি টাকার ফুল বিক্রি হবে।
বর্তমানে এলাকার ৬ হাজার কৃষক বাণিজ্যিকভাবে রজনীগন্ধা, গোলাপ, জারবেরা, গাঁদা, গ্লাডিউলাস, জিপসি, রডস্টিক, কেলেনডোলা, চন্দ্র মল্লিকাসহ ১১ ধরণের ফুল উৎপাদন করছেন।
No comments: