খালেদার সাজার আইন শাখার পরামর্শে আপিল করবে দুদক
খালেদা জিয়ার সাজা বাড়ানোর আপিল করা হবে কি না তা দুর্নীতি দমন কমিশনের আইন শাখার পরামর্শে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। সকালে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে কমিশনে আয়োজিত রক্তদান কর্মসূচি শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
দুদক চেয়ারম্যান বলেন, রায়ের সার্টিফাইড কপি এখনও কমিশনে এসে পৌঁছায়নি। কপি হাতে পেলেই তা পর্যালচনা করে দেখা হবে। তিনি আরো জানান, এবিষয়ে দুদকের একটি আলাদা শাখা রয়েছে।
তাদের পরামর্শের প্রেক্ষিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। ইকবাল মাহমুদ বলেন, দুর্নীতির প্রমাণ পেলে দুদক ব্যবস্থা নেবে।
কোন ধরণের প্রভাব এ প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে না এটা প্রমাণিত। সকল দুর্নীতিবাজদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

No comments: