শরীয়তপুরে অসময়ে পদ্মার ভাঙ্গন, হুমকির মুখে বিভিন্ন স্থাপনা
শরীয়তপুরে অসময়ে পদ্মা নদীর ভাঙ্গনের কবলে পড়েছে সরকারি বেসরকারি স্থাপনা। গেলো এক সপ্তাহে তীর সংরক্ষণ বাঁধের প্রায় ৫শ' মিটার এলাকা নদী গর্ভে বিলীন হয়েছে। এতে আতঙ্কিত হয়ে হয়ে পড়েছেন এলাকাবাসী।
স্থানীয়রা জানায়, গতকাল (বুধবার) হঠাৎ করে সুরেশ্বর দরবার শরীফের পাশে ২শ' মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়। এছাড়া সুরেশ্বর স্কুল এন্ড কলেজ সহ হুমকির মুখে রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে বাঁধ নির্মাণ করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অবিলম্বে অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে বাঁধ সংস্কারে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার দাবি জানান তারা।
No comments: