আমদানি নির্ভরতায় হওয়া বেড়েই চলছে বাণিজ্য ঘাটতি
রপ্তানির বিপরীতে আমদানি বাড়ায় বেড়ে চলছে বাণিজ্য ঘাটতি। যা গত বছরের চেয়ে প্রায় দ্বিগুণ বেড়ে ৮৬৩ কোটি ডলারে দাঁড়িয়েছে। আমদানির পাশাপাশি কাঙ্ক্ষিত বিনিয়োগ না হওয়াকে অর্থনীতির জন্য উদ্বেগজনক বলছেন বিশ্লেষকরা। তবে উন্নয়ন প্রকল্প সংশ্লিষ্ট আমদানি বাড়ায় কর্মসংস্থানে গতি আসবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।
লাগামহীনভাবে বাড়ছে আমদানি ব্যয়। তবে সে অনুযায়ি বাড়ছে না রপ্তানি আয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ি, চলতি অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত রপ্তানি আয় এক হাজার ৭৬৮ কোটি ডলার। এর বিপরীতে আমদানি ব্যয় ২ হাজার ৬৩১ কোটি ডলারের বেশি। এ হিসাবে বাণিজ্য ঘাটতি ৮৬২ কোটি ৬০ লাখ ডলার। যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৯১ ভাগ বেশি।
একদিকে আমদানি বাড়ছে, অন্যদিকে বিনিয়োগ প্রত্যাশিত নয়। অর্থনীতির এ অনাকাঙ্খিত পরিস্থিতির জন্য নির্বাচনের আগে বিনিয়োগকারীদের অনাস্থাকেই দায়ী করছের বিশ্লেষকরা।
আমদানি বাড়াকে আবার ইতিবাচকভাবে দেখছেন ব্যবসায়ীদের কেউ কেউ। তাদের মতে এতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।
আমদানি ব্যয় দেশের জন্য প্রয়োজনীয় কিনা নীতি নির্ধারকদের তা খতিয়ে দেখার পরামর্শ বিশ্লেষকদের।
No comments: