খালেদার রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি হতে পারে আজ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া
বিচারিক আদালতের সাজা বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপিল গ্রহণের বিষয়ে আজ শুনানি হওয়ার কথা। আদালতে খালেদা জিয়ার জামিনও চাইবেন তার আইনজীবীরা।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রায় বাতিল চেয়ে মঙ্গলবার হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া। তার আইনজীবীরা ৪৪টি যুক্তি তুলে ধরে সাজা বাতিল চেয়েছেন। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শহিদুল করিমের বেঞ্চে এর ওপর শুনানি হওয়ার কথা।
রায়ের ১১ দিন পর সোমবার বিকেলে প্রত্যায়িত কপি পান খালেদা জিয়ার আইনজীবীরা। গত ৮ ফেব্রুয়ারি ৫ বছরের কারাদণ্ডের আদেশের পর থেকে নাজিমউদ্দিন রোডের কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন।
No comments: