তত্ত্বাবধায়ক সরকারের আশা কখনোই পূরণ হবে না: তোফায়েল
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, যারা তত্ত্বাবধায়ক বা সহায়ক সরকারের স্বপ্ন দেখেন, তাদের সেই আশা কখনোই পূরণ হবে না। ক্ষমতাসীন দলের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন কমিশন সেই নির্বাচন পরিচালনা করবে। দুপুরে ভোলার বাংলাবাজারে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। একই অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, নির্বাচনে না আসলে বিএনপি নিশ্চিহ্ন হয়ে যাবে।
'স্বাধীনতার পরে তিন বছর সাত মাস বঙ্গবন্ধু রাষ্ট্রপরিচালনা করে দেশটাকে স্বাভাবিক করার চেষ্টা করেছিলেন। পরে জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যার পরে সামরিক শাসন জারি করে জগদ্দল পাথর আমাদের বুকে পাথর চাপিয়েছিলেন। মুনতাসির মামুন বলেছেন, কেউ যদি বাংলাদেশের ক্ষতি করে থাকে তাহলে সেটা জিয়াউর রহমান। আওয়ামীলীগ যদি ৯৬ তে নির্বাচিত না হত তাহলে স্বাধীনতার মূল্যবোধ পুনরায় আমরা স্থাপন করতে পারতাম না। আওয়ামীলীগ যদি ২০০৯ সালে সরকার গঠন না করত তাহলে যুদ্ধাপরাধীদের বিচার হত না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা না থাকলে বঙ্গবন্ধু হত্যার বিচার হত না।'
তিনি আরো বলেন, 'আগামী নির্বাচনেও আমার বিশ্বাস মানুষ ভোট দিয়ে আওয়ামীলীগকে নির্বাচিত করবে। অতীতে ১৩, ১৪, ১৫ সালের ভুল থেকে বিএনপি শিক্ষা নিয়েছে। মানুষ খুন করে যে কোন লাভ হয় না তা তারা বুঝতে পেরেছে। তাই তারা এখন মানবন্ধন করেন। গণঅনশন করে।'
তিনি শেষে বলেন, 'যারা তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখেন তাদের কাছে আমি আশা করব, সে স্বপ্ন যেন তারা মুছে ফেলেন, ক্ষমতাশীল দলের অধীনে বিশ্বের বিভিন্ন দেশের মত নির্বাচন হবে। নির্বাচন কমিশন দক্ষতার সাথে সেই নির্বাচন অনুষ্ঠিত করবে।'
No comments: