যুদ্ধাপরাধী-দুর্নীতিবাজ ছাড়া সবার জন্য নির্বাচনের দরজা খোলা: ইনু
যুদ্ধাপরাধী ও দুর্নীতিবাজ ছাড়া সবার জন্য নির্বাচনের দরজা খোলা রয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, বেগম জিয়ার সাজা ও সহায়ক সরকার মীমাংসিত বিষয়, এটা নিয়ে বিএনপির সাথে আলোচনার কিছু নেই।
বুধবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধায় এ কথা জানান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
এসময় তথ্যমন্ত্রী বলেন,'খালেদা জিয়ার সাজা নতুন যুগের সূচনা করেছে। এখন আর কোনো দুর্নীতিবাজদের রেহাই মিলবে না। এমন কি ঘর কাটা ইঁদুরও রেহাই পাবে না, ছাড় পাবে না। সুতরাং ঘর কাটা ইঁদুররা সাবধান।'
তিনি আরও বলেন, 'দুর্নীতি ও জঙ্গিবাদ এই দুই অভিশাপের বিরুদ্ধে শেখ হাসিনা লড়াই করছেন। এই দুই অভিশাপ থেকে বাংলাদেশকে উদ্ধার করার সংগ্রাম চলছে। খালেদা জিয়া ও জামায়াত জোট বাংলাদেশের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে। ওরা পিছু হটলেও এখনও আত্মসমর্পণ করে নি। তাই যুদ্ধের চশমা দিয়ে আমরা নির্বাচনটা দেখছি।'
খালেদা জিয়ার সাজা প্রসঙ্গে তিনি বলেন,'আমাদের পরিষ্কার কথা, খালেদা জিয়ার সাজা একটা সহায়ক সরকারের একটি মীমাংসিত বিষয়। এগুলো নিয়ে কোনো মিটমাট নাই। জঙ্গি, দুর্নীতি, আগুন সন্ত্রাস, যুদ্ধাপরাধীদের কোনো ছাড় নেই। সহায়ক সরকার ও আদালতের রায় নিয়ে কোনো কথা নেই। সুতরাং আদালত ও নির্বাচনের দরজা খোলা আছে। যারা অপরাধী তাদের বাদ দিয়ে সবার জন্যে নির্বাচনের দরজা খোলা আছে।'
No comments: