নিলামে রদবদল, নাখুশ বিসিসিআই’
নিলামে রদবদল, নাখুশ বিসিসিআই’
নয়াদিল্লি: আসন্ন আর্ন্তজাতিক ও ঘরোয়া ক্রিকেট ম্যাচগুলির মিডিয়া স্বত্তের নিলাম পদ্ধতিতে পরিবর্তন আনতে চলেছে কমিটি অব অ্যাডমিনেস্ট্রশন (COA)।
আইপিএল পর্যন্ত বিসিসিআই-এর আয়োজিত সমস্ত ম্যাচগুলির মিডিয়া স্বত্ত্বের বিষয়টিতে ই-অকশন আনতে চলেছে সিওএ৷ আগামী ২৭ মার্চ এই ই-অকশনের জন্য দিন ধার্য করা হয়েছে৷
সিওএ-এর প্রধান বিনোদ রাই বিসিসিআইয়ের জেনারেল বডির সঙ্গে কোন রকম শলা-পরামর্শ ছাড়াই এই সিদ্ধান্ত নিয়েছে৷ বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিসিসিআই এর এক আধিকারিক জানিয়েছেন,‘ হ্যাঁ আমরা একটি চিঠি পেয়েছি সিওএ-এর পক্ষ থেকে৷ কিন্তু সেখানে এটা মেনশন করা নেই কেন তারা এরকম সিদ্ধান্ত নিলেন৷ যেখানে বিসিসিআই আইপিএলের মিডিয়া স্বত্ত্ব বিক্রি করে স্টার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের কাছ থেকে ১৬,৩৪৭ কোটি টাকা আয় করেছে৷ এমনকি ওরা বিষয়টা নিয়ে আমাদের সঙ্গে বসার প্রয়োজনও অনুভব করেনি৷’
বিসিসিআইয়ের আর্ন্তজাতিক ও ঘরোয়া ক্রিকেটের ম্যাচ সম্প্রসারণ চুক্তি সিওএ-এর নির্ধারিত নিলাম পদ্ধতিতে মোটেই খুশি নয় বিসিসিআই৷ বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের মতে ই-নিলামের ফলে পড়তে পারে দর৷ কারণ এখানে এক কোম্পানির ক্ষমতা সম্পর্কে ওয়াকিবহাল থাকবে অন্য কোম্পানি৷ তাই সামনের জনের থেকে সামান্য বেশি টাকার বিনিময়েই সে স্বত্ত্ব কিনে নিতে পারে কিন্তু আগের পদ্ধতিতে একটি কোম্পানি ১০০ কোটি দর দিলে অপর জন ৫০০ কোটিও দর হাঁকাতেন কারণ তারা একে অপরের ক্রয় দর আঁচ করতে পারত না৷
বিষয়টি নিয়ে ভারতের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থাটির সঙ্গে সিওএর সংঘাতের শুরুয়াত হল বলে বিশেষজ্ঞরা মনে করছেন৷
Tag: games

No comments: