দুর্নীতি সূচকে দুই ধাপ উন্নতি
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতি ধারণা সূচকে বাংলাদেশের দুই ধাপ উন্নতি হয়েছে। দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৭তম অবস্থানে আছে বাংলাদেশ। টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান মনে করছেন, রাজনৈতিক ও প্রশাসনিক দুর্বলতার কারণে এখনো সন্তোষজনক অবস্থানে যেতে পারেনি বাংলাদেশ। ২০১৭ সালের দুর্নীতির পরিস্থিতি বিবেচনায় ১৮০টি দেশ ও অঞ্চলের সূচক প্রকাশ করেছে টিআই। বাংলাদেশের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে ৮টি জরিপ।
স্বচ্ছতার তালিকায় এবার বাংলাদেশের অবস্থান ১৪৩ তম। ১০০ ভিত্তিতে এই সূচকে বাংলাদেশের স্কোর ২ পয়েন্ট বেড়ে ২৮ হয়েছে। দুর্নীতিতে এশিয়ায় নবম এবং দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের চেয়ে খারাপ অবস্থানে শুধু আফগানিস্তান। ২০০১ সাল থেকে এই সূচকে পরপর পাঁচবার প্রথম হয় বাংলাদেশ।
আইনি, প্রাতিষ্ঠানিক ও নীতি কাঠামোতে সুদৃঢ় অবস্থানের কারণে এবার সামান্য এগিয়েছে বাংলাদেশ। এমন মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক। তিনি বলেন, অর্থনৈতিক খাত প্রভাবমুক্ত ও জবাবদিহিতা নিশ্চিত করতে না পারায় ততটা সাফল্য আসেনি।
সর্বোচ্চ ৮৯ স্কোর নিয়ে তালিকায় সবচেয়ে ভালো অবস্থানে নিউজিল্যান্ড। এবারও তালিকার তলানিতে আফ্রিকার দেশ সোমালিয়া। তাদের স্কোর গতবারের তুলনায় ১ পয়েন্ট কমে হয়েছে ৯।
No comments: