পতিতা হতে চান বলিউড অভিনেত্রী সোনাক্ষী!
বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন সফলতার সঙ্গে। ব্যবসায়িকভাবেও সফল হয়েছে তার অভিনীত সিনেমাগুলো। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেও এবার নিজ থেকেই একটি চরিত্রে অভিনয় করার আগ্রহের কথা জানিয়েছেন। পতিতা হিসেবে সিনেমায় অভিনয় করতে চান বলে জানিয়েছেন ভারতীয় গণমাধ্যমগুলোকে।
পর্দায় পতিতা হিসেবে কাজ করার স্বপ্ন দেখেন বলে জানিয়ে সোনাক্ষী বলেন, পতিতা চরিত্রে অনেক চ্যালেঞ্জ রয়েছে। সকল অভিনেতা-অভিনেত্রীরই নানা ধরনের চরিত্রে অভিনয়ের আগ্রহ থাকে। আমার স্বপ্ন পতিতা চরিত্রে অভিনয় করা। আর সেই চরিত্রে তুলে ধরতে চাই একজন পতিতার সুখ, দু:খ, ভালোবাসা, আনন্দ, কষ্টসহ তার প্রাত্যহিক জীবন। এই চরিত্রে অভিনয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত হয়েছি আমি।
সোনাক্ষী আরও বলেন, আমি এখন পর্যন্ত কমেডি, অ্যাকশন, রোমান্টিক ঘরানার ছবিতেই কাজ করেছি। এবার একটু ব্যতিক্রম কিছু করতে চাই। এমন একটি কাজ করতে চাই যেটা স্মরণীয় হয়ে থাকবে। চ্যালেঞ্জ থাকবে। সেক্ষেত্রে পতিতা চরিত্রটি আমার কাছে সেরা মনে হয়।
No comments: