ঠাকুরগাঁওয়ে এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অধ্যক্ষসহ ৮ শিক্ষককে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, সদর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার দারুল উলুম ফয়জে আম কওমী মাদ্রাসা ভবনের পাশে ১৪ বছর বয়সী আবুবকর সিদ্দীক নামে এক ছাত্রের লাশ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসাটির অধ্যক্ষসহ ৮ শিক্ষককে আটক করা হয়। ছাত্রটিকে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
No comments: