বাংলা ব্যবহার না করায় সাইনবোর্ড নামাল ডিএনসিসি
সাইনবোর্ডে বাংলা ব্যবহার না করায় রাজধানীর গুলশানে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সাইনবোর্ড নামিয়ে ফেলেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এ সময় আর্থিক জরিমানাও করা হয় প্রতিষ্ঠানগুলোকে।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে গুলশান ১ নম্বরে পরিচালনা করা হয় এ অভিযান। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, উচ্চ আদালতের নির্দেশনা না মেনে যেসব প্রতিষ্ঠান ইংরেজি ভাষায় সাইনবোর্ড ব্যবহার করছে তাদের বিরুদ্ধে চালানো হয় এ অভিযান।
যতদিন পর্যন্ত সকল প্রতিষ্ঠান বাংলায় সাইনবোর্ড ব্যবহার না করবে ততদিন পর্যন্ত এ অভিযান চলবে বলেও জানানো হয়। শুধুমাত্র দূতাবাস এবং বাংলাদেশে অবস্থিত বিদেশি প্রতিষ্ঠান ইংরেজিতে সাইনবোর্ড ব্যবহার করতে পারবে।
No comments: