খুলনায় ডিবি পরিচয়ে গরু ব্যবসায়ীর ৯ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে পুলিশের দুই সদস্যসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।
গতরাতে (বুধবার) তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জেলার পুলিশ সুপার নিজাম উদ্দিন। তিনি জানান, গতকাল বিকেলে ডুমুরিয়ার চুকনগর এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে নুর ইসলামের ব্যাগ তল্লাশি করা হয়। পরে পিস্তল ঠেকিয়ে তার ৯ লাখ ১৫ হাজার টাকা ছিনতাই করে চক্রটি।
এ ঘটনায় মামলা দায়েরের পর ডুমুরিয়া থানার সহকারী উপ-পরিদর্শক রউফ ও কনস্টেবল নাসিরসহ চারজনকে গ্রেফতার করা হয়।
No comments: