নাইজেরিয়ার ইয়বি রাজ্যে বোকো হারাম জঙ্গিদের হামলার পর নিখোঁজ থাকা ৭৬ স্কুলছাত্রীকে উদ্ধার করেছে সেনাবাহিনী। এখনো নিখোঁজ রয়েছে অন্তত ১৩ জন।
নিরাপত্তা বাহিনীর অভিযানে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের কিভাবে মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, সোমবার উত্তর-পূর্বের ইয়বি রাজ্যের একটি স্কুলে হামলা চালায় জঙ্গিরা। হামলার আগেই সেখান থেক পালিয়ে যায় বহু শিক্ষার্থী ও কর্মচারি। তাৎক্ষনিকভাবে মনে করা হচ্ছিল মেয়েগুলো পালিয়ে গেছে।
কিন্তু দুই দিন বাদেও তাদের খোঁজ মেলেনি। পরে নিখোঁজদের সন্ধানে পুরো এলাকা ঘিরে অভিযান শুরু করে সেনাবাহিনী। চিবক শহর থেকে ২৭০ জনের বেশি স্কুলছাত্রীকে অপহরণের চার বছর পর এ হামলা চালাল বোকো হারাম জঙ্গিরা।
No comments: