পেরুতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর গিরিখাদে পড়ে অন্তত ৪৪ জন নিহত
পেরুতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ১০০ মিটার গভীর গিরিখাদে পড়ে অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। বুধবার দেশটির দক্ষিণাঞ্চলীয় পার্বত্য এলাকার আরেকিপা অঞ্চলের ওকোনা জেলার পানামেরিকানা সুর মহাসড়কের একটি বাঁকে এ দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
আরেকিপার গভর্নর জামিলা ওসারিও এক টুইটে বলেন, বাস খাদে পড়ার ঘটনায় এ পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতদের স্বজনদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট পেদ্রো পাবলো কুইজিনস্কি।
এর আগে জানুয়ারিতে পেরুর প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় অঞ্চলে ট্রাকের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ৪৮ জন নিহত হন। সূত্র: ইন্ডিপেন্ডেন্ট।
No comments: