Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » চট্টগ্রামে সর্বত্র চলছে জলাশয় ভরাট, নেই নজরদারি





   
   চট্টগ্রামে সর্বত্র চলছে জলাশয় ভরাট, নেই নজরদারি


বড়মিয়া মসজিদ পুকুর
চট্টগ্রামের সর্বত্র চলছে জলাশয় ভরাট। ছোট পুকুর-ডোবার পাশাপাশি বাদ পড়ছে না শতবর্ষী দীঘিও। এমন অবৈধ ভরাটকাজ চললেও নজরদারি নেই। কত জলাশয় ভরাট হয়েছে তার হিসেবও জানে না প্রশাসন।

পাহাড়তলীর শতবর্ষী পদ্মপুকুর। বছর দশেক আগেও এর পানি ব্যবহার করতেন স্থানীয়রা। কিন্তু গত কয়েক বছর ধরেই পুকুরটি ভরাট করা শুরু হয়। এখন ভরাটকৃত অংশেই চলে নানা অনুষ্ঠান।

একই অবস্থা পাহাড়তলীর চন্দনাপুকুর, ডিসি রোডের বড়মিয়া মসজিদ পুকুর, মোহাম্মদপুর মাজারসহ আরো অনেকগুলো পুকুরের। নানা অজুহাতে এসব পুকুর ভরাট করছে প্রভাবশালীরা।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের হিসেবে, জেলায় পুকুর রয়েছে ৩৩ হাজার ২৬৫টি। এরমধ্যে সংরক্ষনের নির্দেশনা দেয়া আছে ২ হাজার ৬৪১টি পুকুরের। তবে কতোগুলো সুরক্ষিত আছে তা জানে না কর্তৃপক্ষ।

জলাশয় ভরাটের বিষয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হয় বলে দাবি পরিবেশ অধিদপ্তরের। সময়মতো খবর না পাওয়াকে দূষছেন তারা।

এখনই কার্যকর পদক্ষেপ না নিলে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি নানা সংকট দেখা দেবে এমন আশঙ্কা স্থানীয়দের
 






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply