Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » বগুড়ায় টিকে আছে 'টমটম' তৈরির শিল্প





    বগুড়ায় টিকে আছে 'টমটম' তৈরির শিল্প

এক সময় সারা দেশেই শিশুদের পরিচিত খেলনা ছিল টমটম। বগুড়ায় এখনো টিকে আছে এই শিল্প। এখন এসব খেলনা মূলত বিক্রি হয় বিভিন্ন গ্রামীণ মেলায়। চাহিদা কমে যাওয়ায় এই শিল্প কতদিন থাকবে তা নিয়ে দেখা দিয়েছে সংশয়।

সুতায় টানা ছোট্ট গাড়ি চাকা ঘুরলেই আওয়াজ হয়। অনেকের শৈশবের খেলনা এই গাড়ি। কোথাও একে বলে টমটম, কোথাও ব্যাঙের গাড়ি। বগুড়ায় বলা হয় টটটরি।

আগে সারা দেশেই শিশুদের হাতে এই খেলনা দেখা যেত। বগুড়ায় টমটম তৈরি শুরু হয় প্রায় একশ বছর আগে। বাজারে যখন চাহিদা তুঙ্গে ছিল তখন দুঁপচাচিয়ায় খোলাশ গ্রামে ঘরে ঘরে তৈরি হতো এই খেলনা। কারিগররা বলছেন এখন আর খুব একটা বিক্রি নেই টমটমের। টুকটাক চলে বিভিন্ন মেলায়।

তবে ঐতিহ্যের স্মারক হিসেবে এই শিল্পকে টিকিয়ে রাখতে চান অনেকে। কারিগরদের সহায়তায় এগিয়ে এসেছে উপজেলা প্রশাসন।

কারিগররা বলছেন, খেলনা হিসেবে চাহিদা কমে গেলেও এখন শখের বশে ঘরে রাখার জন্য টমটম কেনেন অনেকে।
 






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply