আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রবল ভারত বিরোধিতার মধ্যেও ভারতের সাথে সীমান্ত চুক্তির সমাধানসহ বিভিন্ন চুক্তি করতে পারায় জনগণ আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে।
বুধবার বিকেলে রাজধানীর হোটেল রেডিসনে বাংলাদেশ ভারত মিডিয়া সংলাপে তিনি একথা বলেন। এসময় তিনি রোহিঙ্গা সমস্যা সমাধানে আবারো ভারতের সহযোগিতা চেয়েছেন।
এ সময় ওবাদুল কাদের আরোও বলেন, ' প্লিজ আমাদের একটু সাহায্য করুন। আমরা পর পর তিনটা প্রাকৃতিক দুর্যোগ সামাল দিয়েছি। এরপর রোহিঙ্গাদের সমস্যা। আপনাদের সঙ্গে মিয়ানমারের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আমাদের কোন বক্তব্য নেই। কিন্তু আমাদের উখিয়া টেকনাফে আমাদের জনসংখ্যা মাত্র ৫ লাখ। আপনারা মিয়ানমারকে চাপ দেন। আমরা আর পারছি না।'
No comments: