২৪ ফেব্রুয়ারি রাজধানীতে কালো পতাকা মিছিল বিএনপির
আগামীকাল বিএনপির ডাকা সমাবেশের অনুমতি না দেয়ার প্রতিবাদে ২৪ ফেব্রুয়ারি রাজধানীতে কালো পতাকা মিছিল করবে দলটি।
বুধবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ নতুন কর্মসূচির ঘোষণা দেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এসময় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বলেন, 'আমাদের প্রতিনিধি দল পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে অনুরোধ করে বলেছেন, 'স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন সমাবেশ করতে বাধা দেয়া হবে না। কিন্তু দিচ্ছে কই। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত আছে। তাহলে আমাদের গণতান্ত্রিক অধিকার আপনারা দিচ্ছেন কই। এর কোনো উত্তর পুলিশ কমিমশনার দিচ্ছে না।'
তিনি আরো বলেন,'সভা সমাবেশ করতে না দেয়া আমাদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচারণ। এর তীব্র নিন্দা জানাচ্ছি। সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে আগামী ২৪ ফেব্রুয়ারি (শনিবার) ঢাকায় কালো পতাকা মিছিল আয়োজন করা হবে।'
No comments: