'ক্রিকেটারদের মানসিকতার উন্নতির কাজ চলছে'
ত্রিদেশীয় সিরিজ এবং শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে বোলারদের ব্যর্থতার বিষয়টি বিবেচনায় রেখে আজ থেকে বিশেষ ক্যাম্প শুরু করেছে ক্রিকেট বোর্ড।
যেখানে টাইগারদের মানসিকতা দৃঢ় করতে কাজ করছেন পেস বোলিং পরামর্শক কোর্টনি ওয়ালশ।
সদ্য গত হওয়া সিরিজের ব্যর্থতা ভুলে সামনের দিকে দৃষ্টি এখন টাইগারদের। সামনের মাঠে লঙ্কায় অনুষ্ঠিতব্য নিদাহাস ট্রফিতে ঘুরে দাঁড়াতে চায় তারা। এ জন্য ক্রিকেটারদের নিয়ে কোর্টনি ওয়ালশের তত্বাবধানে বিশেষ ক্যাম্প করছে বিসিবি। যেখানে যোগ দিয়েছেন ১৩ জন পেসার ও পাঁচ জন ব্যাটসম্যান।
মোস্তাফিজের যোগ দেয়ার কথা থাকলেও প্রথম দিন অনুশীলন করেনি তিনি। ক্যাম্পের বাকিরা হলেন রুবেল, তাসকিন, আবু হায়দার রনি, সাইফুদ্দিন, আবুল হাসান রাজু, রাব্বি, এবাদত ও রাহি।
ক্যাম্পে নতুন মুখ- হোসেন আলী, কাজী অনিক, মোহাম্মদ রবিউল, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। ব্যাটসম্যানদের মধ্যে ডাক পেয়েছেন ইমরুল, সাব্বির, সৌম্য, আরিফুল ও জাকির হাসান।
কোর্টনি ওয়ালশ বলেন, 'এখানে ক্রিকেটারদের দক্ষতা নিয়ে কাজ কর
No comments: