নাটোর ও ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
নাটোর ও ফেনীতে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরো পাঁচজন।
শুক্রবার সকালে ফেনীর খাইয়ার এলাকায় সড়কে থেমে থাকা পিকআপ ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় একটি কাভার্ড ভ্যান। এ সময় পিকআপ ভ্যানে থাকা তিন জন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন।
আহত আরেকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এদিকে, নাটোরে বাস চাপায় মোটরসাইকেলের তিন আরোহীর মৃত্যু হয়েছে। এছাড়া, মানিকগঞ্জে আলাদা দুই সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
No comments: