আফগানিস্তানে ক্যাম্পে হামলায় মৃত ২৩ সেনা, বিস্ফোরণ NATO দফতরের কাছেও
কাবুল: জোড়া হামলায় রক্তাক্ত আফগানিস্তান। সেন ক্যাম্পে তালিবান হামলার পাশাপাশি হামলা হয়েছে মার্কিন দূতাবাস চত্বরেও। সেখানে ছিল ন্যাটোর হেডকোয়ার্টার।
আফগানিস্তানের আর্মি পোস্টে হামলা করে জঙ্গিগোষ্ঠী তালিবান৷ ঘটনায় ২৩ জন জওয়ান মারা গিয়েছেন৷ দেশের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এই খবর জানানো হয়েছে৷
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অগাস্টে আফগানিস্তানে আগ্রাসী মনোভাব নেওয়ার পর থেকেই সেদেশে হিংসা বাড়তে থাকে বলে খবর৷ তারপর থেকে আফগানিস্থানে বেশি মাত্রায় এয়ারস্ট্রাইক হচ্ছে৷ একইভাবে তালিবান জঙ্গিগোষ্ঠী জায়গায় জায়গায় বোমা বিস্ফোরণ করছে৷ শুক্রবার জঙ্গিরা আফগানিস্তানের আর্মি পোস্টে হামলা চালায়৷ এটি ফারাহের পশ্চিম দিকে অবস্থিত৷
প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র দওলত ওয়াজিরি জানিয়েছেন, দেশের আর্মি পোস্টে শুক্রবার হামলা চালিয়েছে তালিবান জঙ্গিগোষ্ঠী৷ তালিবান এই হামলার দায় স্বীকারও করে নিয়েছে৷ তারা এও জানিয়েছে, তাদের পক্ষে ২ জন মারা গিয়েছে৷ তবে প্রতিরক্ষা মন্ত্রকের কাছে আর কোনও খবর নেই বলে জানানো হয়েছে৷
গত ২৭ জানুয়ারি তালিবানের আত্মঘাতী বোমা বিস্ফোরণের পর থেকে আফগানিস্তানে হাই অ্যালার্ট জারি হয়েছে৷ ঘটনায় প্রায় ১০০ মানুষের মৃত্যু হয়েছিল৷ আহত হয়েছিলেন প্রায় ২৩৫ জন৷ গত সপ্তাহেই জঙ্গিরা ২০ জন সাধারণ নাগরিককে হত্যা করে৷ এর মধ্যে ৪ জন মার্কিন নাগরিকও ছিলেন৷ দেশের একটি বড় হোটেলে হামলা চালানো হয়৷
অন্যদিকে, এদিনই বিস্ফোরণে কেঁপে উঠেছে কাবুল৷ আত্মঘাতী বিস্ফোরণে মারা গেলেন একজন৷ আহত কমপক্ষে ৬ জন৷ আফগানিস্তানের রাজধানীর প্রশাসনিক ভবনের সামনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে৷ সেনাসূত্রে খবর ন্যাশনাল ডিরেক্টরেট অফ সিকিউরিটির সামনে বোমারু বিস্ফোরণটি ঘটায়৷ সেখানেই ন্যাটো ও মার্কিন দূতাবাস অবস্থিত বলে খবর৷
এখনও পর্যন্ত এই ঘটনার দায় কেউ স্বীকার করেনি৷ যুদ্ধ বিধস্ত আফগানিস্তানে এই বিস্ফোরণের ঘটনায় ক্রমশ নিরাপত্তা হারাচ্ছেন সাধারণ মানুষ৷ শনিবার সকালে কাবুলের সাস দারাক এলাকায় আত্মঘাতী বিস্ফোরণটি ঘটে৷ এমনই তথ্য দিয়েছেন আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র নাজিব দানিশ৷ সেনাসূত্রে খবর ন্যাশনাল ডিরেক্টরেট অফ সিকিউরিটির সামনে বোমারু বিস্ফোরণটি ঘটায়৷ সেখানেই ন্যাটো ও মার্কিন দূতাবাস অবস্থিত বলে খবর৷
এরআগে, ডিসেম্বর মাসে, এরকমই একটি আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটে৷ মারা গিয়েছিলেন অন্তত ৬জন সাধারণ মানুষ৷ ডিসেম্বরের ২৯ তারিখ কাবুলে শিয়া ধর্মীয় গোষ্ঠীকে লক্ষ্য করে চালানো এক আত্মঘাতী বোমা হামলায় ৪০ জন নিহত হন৷ সুন্নিপন্থী জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করে। যে ভবনে হামলা করা হয়, সেখানেই আফগান ভয়েস এজেন্সি নামের একটি সংবাদ সংস্থার অফিস৷ এ ছাড়া একটি শিয়া সাংস্কৃতিক সংস্থা ও মাদ্রাসাও ছিল ওই ভবনেই।
No comments: