এপ্রিলের শুরুতেই কোচ নিয়োগ, আসছে বড় নাম---
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন
হেড কোচ নিয়ে জলঘোলা কম করেনি বিসিবি। একের পর এক সিরিজ পার হচ্ছে, তবে প্রধান কোচের পদটি কোনভাবেই পূরণ করতে পারছে না।
সম্প্রতি গণমাধ্যমগুলোতে খবর চাউর হয় সাবেক কোচ রিচার্ড পাইবাসই হচ্ছেন বাংলাদেশ দলের প্রধান কোচ। এরআগে এ পদের জন্য সাক্ষাৎকারও দিয়ে গেছেন তিনি।
যদিও পরে বিসিবি পরিচালক আকরাম খান এক সাক্ষাৎকারে বিষয়টি অস্বীকার করেছিলেন। বলেছিলেন, এখনও কারও নাম চূড়ান্ত হয়নি।
তবে এবার কোচ নিয়োগের বিষয়ে সুসংবাদ দিলেন খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বুধবার গণমাধ্যমকে বিসিবি বস জানান, আগামী মাসের শুরুতেই প্রধান কোচ নিয়োগ দেয়া হবে। আর প্রধান কোচ হিসেবে বড় নাম আসছে বলেও জানান তিনি।
চান্ডিকা হাথুরুসিংহে পদত্যাগ করার পর থেকেই কোচের খোঁজে নামে বোর্ড। এজন্য রিচার্ড পাইবাস, ফিল সিমন্সসহ বেশ কয়েকজনের সাক্ষাৎকারও নেয়। তবে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে কালক্ষেপণ করছে। ঘরের মাটিতে ত্রিদেশীয় সিরিজ, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট এবং টি-২০ সিরিজে হেড কোচ ছাড়াই কোনরকম পার করেছে টাইগাররা। ফলাফলও হয়েছে হতাশাজনক। এরপরই বিসিবি বস নাজমুল হাসান পাপন জানান, প্রধান কোচ ছাড়া যে কিছুই হবে না সেটা প্রমাণ হয়ে গেছে। আর তাই দ্রুততম সময়ের মধ্যে যোগ্য প্রধান কোচ নিয়োগ দেয়া হবে বলে ঘোষণা দেন তিনি।

No comments: