Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » রসের রাজকীয় ইনিংস সিরিজে ফিরল নিউজিল্যান্ড




 রসের রাজকীয় ইনিংস সিরিজে ফিরল নিউজিল্যান্ড



ডুনেডিন: পায়ে যন্ত্রণা নিয়েও দলকে জিতিয়ে মাঠ ছাড়েন রস টেলর৷খেলেন ১৮১ রানের অবিস্মরণীয় ইনিংস৷কিউয়ি ব্যাটসম্যান হিসেবে ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ স্কোর৷টেলরের ব্যাটে ভর করে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি ওয়ান ডে সিরিজে সমতায় ফেরে নিউজিল্যান্ড৷

টেলরের বিধ্বংসী ইনিংসে সিরিজের চতুর্থ ম্যাচে ইংল্যান্ডকে পাঁচ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড৷পাঁচ ম্যাচের সিরিজ এখন ২-২৷সিরিজ নির্ণায়ক ম্যাচ শনিবার ক্রাইশ্চার্চে৷ খোঁড়াতে খোঁড়াতে এদিন নিউজিল্যান্ড ইনিংস টেনে নিয়ে গিয়ে ম্যাচ জেতান প্রাক্তন কিউয়ি অধিনায়ক৷ইংল্যান্ডের ৩৩৫ রান তাড়া করে মাত্র পাঁচ উইকেট হারিয়ে তিন বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড৷ওয়ান ডে কেরিয়ারে এটি ১৯তম সেঞ্চুরি টেলরের৷

১৪৭ বলের ইনিংসে ছ’টি ছক্কা ও ১৭টি বাউন্ডারি মারেন টেলর৷১৮১ রানের অপরাজিত ইনিংসের পর টেলর বলেন, ‘পায়ে যন্ত্রণা নিয়েও মাঠে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিই৷ শেষ পর্যন্ত ম্যাচটা জেতায় ভালো লাগছে৷’ টেলরের ইনিংসকে অন্যতম সেরা ওয়ান ডে ইনিংস বলছেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামস৷তিনি বলেন, ‘রসের এই ইনিংসটা অসাধারণ৷এই ধরণের ব্যাটিংই ওর কাছ থেকে আশা করি৷আশা করি শনিবার সিরিজ নির্ণায়ক ম্যাচের আগে ও পুরোপুরি ফিট হয়ে উঠবে৷



এর আগে জনি বেয়ারস্টো ও জো রুটের জোড়া শতরানে ৯ উইকেটে ৩৩৫ রান তোলে৷ বেয়ারস্টো ১৩৮ এবং রুট ১০২ রানের ইনিংস খেলেন৷কিন্তু ১৮১ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে ‘ম্যান অফ দ্য






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply