Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » বার্সাকে ইতিহাস গড়তে বাধা লেভান্তের





বার্সাকে ইতিহাস গড়তে বাধা লেভান্তের


ভ্যালেন্সিয়া: ইতিহাসের দৌড়গোড়ায় এসেও থামতে হল বার্সেলোনাকে৷ অধরায় থাকল ৩৮ ম্যাচ অপরাজেয় থেকে লা লিগা জয়ের খেতাব অর্জন৷ বার্সার অপরাজেয় রথে রাশ টানল লেভান্তে৷ রবিবার রাতে টানাটান ম্যাচে ৫-৪ ব্যবধানে ফিলিপ কৌতিনহোদের হারাল তাঁরা৷

ম্যাচের প্রথমার্ধে এবং দ্বিতীয়ার্ধে ধারাবাহিক গোলে করে ৫-১ এগিয়ে গিয়েছিল লেভান্তে৷ প্রথমার্ধে বার্সার পক্ষে একমাত্র গোলটি করেন ফিলিপ কৌতিনহো৷ ৩৮ মিনিটে পিকের পাশে ডি-বক্সের বাইরে থেকে দ্রুত গতির শটে লেভান্তের জালে বল জড়িয়ে দেন বার্সার ব্রাজিলিয়ান স্ট্রাইকার৷

লেভান্তের হয়ে হ্যাট্রিক করেন এমান্যুয়েল বোটেং৷ ম্যাচের ন’মিনিটে লুইস মোরালেসের ক্রস থেকে লেভান্তেকে প্রথম গোল এনে দেন বোটেং৷ ৩০ এবং ৪৯ মিনিটে আরও দুটি গোল করে ব্যাক্তিগত হ্যাট্রিকে দলকে এগিয়ে দেন ঘানার স্ট্রাইকার৷ লেভান্তের হয়ে দুটি গোল করেন এনিস বর্দি৷



দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিট এবং ৬৪ মিনিটে পরপর দু’টি গোলে হ্যাট্রিক করে স্প্যানিশ ফুটবল জায়ান্টদের বড়সড় লজ্জার হাত থেকে বাঁচান ফিলিপ কৌতিনহো৷ বার্সার হয়ে লুইস সুয়ারেজও একটি গোল করেন৷ এই হার আরও একবার প্রমাণ করল মেসিহীন বার্সার লড়াই সবসময় কঠিন৷






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply