Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » খুলনায় চলছে শেষ মুহূর্তের প্রচারণা





খুলনায় চলছে শেষ মুহূর্তের প্রচারণা

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে রোববার রাত ১২টার পর থেকে বন্ধ হচ্ছে প্রচারণা। শেষ মুহূর্তে ভোটারদের মন জয় করতে পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। বিএনপির মেয়র প্রার্থীর অভিযোগ, প্রশাসন ভয়ভীতি দেখিয়ে তাদের নির্বাচনের বাইরে রাখার চক্রান্ত করছে। বহিরাগত অস্ত্রধারীদের দিয়ে বিএনপি নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে পাল্টা অভিযোগ আওয়ামী লীগ প্রার্থীর। খুলনা থেকে তরিকুল ইসলামের তথ্য ও আবুল বাশারের তোলা ছবিতে রিপোর্ট।


রোববার রাত ১২টায় শেষ হচ্ছে খুলনা সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণা। মাত্র একদিন পরেই ভোট। তাইতো, দম ফেলার সময় নেই মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের। বৃষ্টি উপেক্ষা করেই নগরীর হাট-বাজার থেকে শুরু করে পাড়া-মহল্লায় শেষ মুহূর্তের ভোট প্রার্থনায় ব্যস্ততা তাদের।

মঙ্গলবার সকালে নগরীর দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। সরকারি হস্তক্ষেপে প্রশাসন বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার চক্রান্ত করছে বলে অভিযোগ করেন তিনি। পরে নগরীর লবনচোরা, বান্দাবাজার ও চানমারীসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন মঞ্জু।

তিনি বলেন, ‘প্রসাশন আমাদেরকে নির্বাচনের বাইরে রেখে একটা একদলীয় নির্বাচন করতে পারবে না। সারা শহরে বাইরের লোকজন এসে গেছে। নির্বচন কমিশনকে বলবো, বাইরের লোকজনদের কেই যেন সন্ধ্যার পর, রাতের পর খুলনায় থাকতে না পারে।’

নগরীর দৌলতপুর থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক। পরে মহেশ্বরপাশা, বিএল কলেজ রোড ও শিববাড়ী এলাকায় গনসংযোগ করেন তিনি। বিএনপি প্রার্থী বহিরাগত অস্ত্রধারীদের দিয়ে নির্বাচনকে বানচালের পায়তারা করছেন বলে অভিযোগ করেন তিনি।

আওয়ামী লীগ মেয়র প্রার্থী বলেন, ‘নির্বাচনের আগে অবৈধ অস্ত্র ঢোকার আশঙ্কা আছে। আর উনারা তো হুমকিই দিয়েছেন, যে জঙ্গিবাদ কীভাবে হয়, সেটা উনারা জানেন। অতএব, উনি যে কোনো জঙ্গি, সন্ত্রাসী এখানে ঢোকাননি, সেটার কি কোনো নিশ্চয়তা আছে? আমি মনে করি প্রশাসনের ব্যাপকভাবে তল্লাশী করা উচিৎ। কোনো অবৈধ অস্ত্র এবং কোনো সন্ত্রাসী যেন খুলনায় ঢুকতে না পারে।’

জনপ্রতিনিধি বাছাইয়ে উদ্গ্রীব হয়ে আছেন নগরীর ৪ লাখ ৯৩ হাজার ৯৩ জন ভোটার। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার প্রত্যাশা তাদের।

এক ভোটার বলেন,‘নির্বাচন এবার ভালা হচ্ছে, প্রতিদ্বন্দ্বীতামূলক হচ্ছে, আনন্দময় হচ্ছে।’

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষ্যে সবধরণের প্রস্তুতির কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী।

তিনি জানান, ‘৭০ টি মোবাইল টিম থাকবে, ২৮৯ টি ভোটকেন্দ্রে ক্লাস্টার করে বিভিন্ন এলাকায় তারা দায়িত্ব পালন করবেন। এছাড়া পুলিশের ১১ টি স্টাইকিং ফোর্স থাকবে। র‌্যাবের পক্ষ থেকে ৩২ টি টহল টিম থাকবে। ১৬ প্লাটুন বিজিবিও মোতায়েন করা হয়েছে।’   

১৫ ই মে অনুষ্ঠেয় খুলনা সিটি করপোরেশ নির্বাচনে মেয়র পদে ৫ জন, ৩১টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ১৪৮ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply