অবশেষে হাসি ফুটল বলিউড বাদশার মুখে
ইন্দোর: নাইটদের বেশ কয়েকটি হারে মন ভার ছিল বাজিগরের৷ কিন্তু দিনের শেষে কলকাতা নাইট রাইডার্স শাহরুখ খানের টিম৷ বাজিগরের মতই কেকেআরও হারতে হারতেই জয়ে ফিরে এসেছে৷ চলতি আইপিএলে কয়েক ম্যাচ আগেই কেকেআরকে প্লে-অফের দৌড়ে রাখছিলেন না বিশেষজ্ঞরা৷ শনিবারের পঞ্জাবের বিরুদ্ধে রানের পাহাড় গড়ে ৩১ রানে জয়ের পর টুইটারে দীনেশ কার্তিকদের প্রশংসা করলেন বলিউডের বাদশা৷
শনিবার সুনীল নারিন এবং অধিনায়ক দীনেশ কার্তিকের ঝোড়ো ব্যাটিংয়ে পঞ্জাবের বিরুদ্ধে প্রথম ব্যাট করে ২৪৫ রান তোলে কেকেআর৷ বড় রান তাড়া করতে নেমে ২০০ রানের গন্ডি টপকালেও ২১৪ রানে শেষ হয়ে যায় প্রীতি জিন্টার দল৷ এই জয়ের ফলে ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবলে চার নম্বরে উঠে আসে কেকেআর৷ পাশাপাশি নিজেদের প্লে-অফের দৌড়ে রাখে কার্তিকব্রিগেড৷
পঞ্জাব ম্যাচের পর দলের জয়ে শাহরুখকে হাসিখুশি দেখতে চেয়েছিলেন নাইট অধিনায়ক দীনেশ ৷ রবিবার টুইটারে নিজের হাসিখুশি একটি ছবি পোস্ট করে বলিউডের বাদশা লেখেন, ‘অধিনায়ক দীনেশ কার্তিক আমাকে হাসিখুশি দেখতে চেয়েছিল৷ কারণ ম্যাচের আগে আমি বিষন্ন ছিলাম৷ এই ছবিটা ওর(কার্তিকের) জন্য৷’
View image on Twitter
View image on Twitter
Shah Rukh Khan
✔
@iamsrk
My Captain @DineshKarthik asked me to smile cos I was so disappointed at the match before. This pic is for him. Thx @Russell12A @prasidh43 @SunilPNarine74 & #KKRTeam. Onwards & up...
4:10 PM - May 13, 2018
38.9K
6,648 people are talking about this
Twitter Ads info and privacy
টুইটটিতে একই সঙ্গে রাসেল এবং সুনীল নারিন সহ পুরো কেকেআর টিমকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়েছেন শাহরুখ খান৷ আগের ম্যাচে ইডেনে মুম্বইয়ের ২১০ রানের জবাবে ব্যাট করতে নেমে ১০৮ রানে অল-আউট হয়ে যায় নাইটব্রিগেড৷ ম্যাচের পর টিম মালিক শাহরুখ কেকেআর ফ্যানদের উদ্দেশ্যে বলেছিলেন, ‘খেলায় হার জিৎ থাকেই কিন্ত টিমের বস হিসেবে নাইট ফ্যানদের কাছে ক্ষমা চাইছি৷’

No comments: