আমি সবসময় প্রস্তিুত আছি : আওয়ামী লীগ মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন স্থগিত নিয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে যে মিথ্যাচার করেছিল, নতুন তারিখ ঘোষণার মধ্য দিয়ে তা প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম।
মঙ্গলবার বিকেলে, নির্বাচনের নতুন তারিখ ঘোষণার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘আদালত এবং নির্বাচন কমিশন যে নির্দেশনা দিয়েছেন, সেটা মেনে আমরা নির্বাচনী প্রচারণা শুরু করবো। যতটুকু ক্ষতি হয়ে গেছে, সেটা তো সবাই দেখতেই পেরেছি। আমরা যেহেতু ভোটের রাজনীতি করি, এলাকার মানুষের কল্যাণের জন্য কাজ করি, প্রতিদিনই কোনো না কোনো মানুষের মঙ্গলের জন্য কাজ করতে হয়। সেই হিসাবে আমি সবসময়ই প্রস্তুত আছি।
আমি সবসময় প্রস্তিুত আছি : আওয়ামী লীগ মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম
Tag: others
No comments: