নড়াইলে ঈদের নামাজ পড়লেন মাশরাফি
জাতীয় দলের ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা দুইটি ঈদই নড়াইলে উদযাপন করেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। ঈদ উদযাপনে প্রতিবারের মতো মাশরাফি নাড়ির টানে নড়াইলে ছুটে আসেন।
শনিবার (১৬ জুন) সকাল ৮টায় নড়াইলের কেন্দ্রীয় ঈদগাহ’তে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। এর আগে তিনি মামা নাহিদুর রহমান, ছোট ভাই মুরসালিন বিন মুর্তজাসহ অন্যদের সঙ্গে নিয়ে ঈদগাহে যান।
প্রতি বছর নামাজ আদায় শেষে মাশরাফি ঈদগাহে আত্মীয়, পরিচিতজন, বন্ধুবান্ধব, এলাকাবাসীর সঙ্গে কোলাকোলি, ঈদের শুভেচ্ছা বিনিময় করলেও এবার ঈদে নামাজ আদায় শেষে মোনাজাত না করেই সবকিছু এড়িয়ে বাড়ি ফিরে যান। ক্যামেরার সামনেও কোনো প্রকার কথা বলতে রাজি হননি তিনি।
নড়াইলে ঈদের নামাজ পড়লেন মাশরাফি
Tag: Arts others Zilla News
No comments: